For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাকাশে ‘গগনযান’ পাঠাবে ইসরো, ৭ নভোচারীকে রাশিয়ায় পাঠাল এআইএফ

সাত জন আইএএফ পাইলটকে ভারতের প্রথম মহাকাশ মিশনের জন্য রাশিয়ায় পাঠানো হল। ভারতীয় বিমানবাহিনী ভারতের প্রথম মানব নির্মিত মহাকাশ মিশনের জন্য ১২ জন সম্ভাব্য নভোচারীকে শর্টলিস্ট করেছে।

  • |
Google Oneindia Bengali News

সাত জন আইএএফ পাইলটকে ভারতের প্রথম মহাকাশ মিশনের জন্য রাশিয়ায় পাঠানো হল। ভারতীয় বিমানবাহিনী ভারতের প্রথম মানব নির্মিত মহাকাশ মিশনের জন্য ১২ জন সম্ভাব্য নভোচারীকে শর্টলিস্ট করেছে। তার মধ্যে ওই সাতজন পাইলটকে রাশিয়ায় প্রশিক্ষণের জন্য পাঠানো সিদ্ধান্ত নেত বিমানবাহিনী

মহাকাশে ‘গগনযান’ পাঠাবে ইসরো, ৭ নভোচারীকে রাশিয়ায় পাঠাল এআইএফ

বিমানবাহিনীর তরফে জানানো হয়েছে প্রথম স্তরে গগন যান প্রকল্পের জন্য ১২ জনকে বেছে নেওয়া হয়েছে। এটি একটি স্ক্রিনিং প্রক্রিয়া। এর মধ্যে চারজনকে নির্বাচিত করা হবে। গগন যান হ'ল ভারতের মানব নির্মিত মহাকাশ মিশন, যা ইসরো ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে পাঠ
পাঠাবে মহাকাশে।

এই প্রকল্পটির রূপায়ণে মহাকাশ সংস্থা আইএএফের সঙ্গে মিলে কাজ করছে। বিমানবাহিনী সূত্রে জানানো হয়েছে প্রাথমিকভাবে এই প্রকল্পের জন্য পাইলটদের বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছিল ৩০। পরে তা বাড়িয়ে্ ৪১ করা হয়েছে। বিশ্বের কয়েকটি উন্নত দেশ মানব মহাকাশ পাঠানোর কর্মসূচি নিয়েছে। তারা চেষ্টা করছে। কিন্তু এখনও সফল হতে পারেনি।

গগন যান মিশনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৮ সালে তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার বিমান বাহিনী প্রধান, এয়ার চিফ মার্শাল আর কে এস ভদৌড়িয়া বলেছেন, ইসরোর প্রস্তাবিত হিউম্যানস্পেস ফ্লাইট কর্মসূচির জন্য ক্রু নির্বাচনের স্ক্রিনিং প্রক্রিয়া পেশাদারভাবে করা হচ্ছে।

English summary
Seven pilots have been sent to Russia for training for Gaganyaan. Indian Air Force has shortlisted 12 potential astronauts for India's first manned space mission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X