For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র সরকার গঠনের সুপ্রিম শুনানি : বিধায়কদের সমর্থনের চিঠি জমা দেবে সেনা-এনসিপি-কংগ্রেস

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিরোধী দলগুলির আবেদনের ভিত্তিতে আজ ফের শুনানি হবে সুপ্রিমকোর্টে। রবিবার জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি হলেও বিরোধীদের দাবি মেনে ২৪ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রে আস্থা ভোটের কোনও রায় দেয়নি আদালত। তবে কেন্দ্র, মহারাষ্ট্র সরকার ও বিজেপির কাছ থেকে বেশ কিছু নথি চেয়েছে আদালত। জানা গিয়েছে, আদালতের চাওয়া নথি ছাড়াও নিজেদের পক্ষ মজবুত করতে সেনা, এনসিপি, কংগ্রেস তাদের দলের বিধায়কদের সমর্থন সম্বিলিত একটি চিঠি জমা দিতে পারে শীর্ষ আদালতে।

আজকের শুনানিতে যে যে নথি চেয়েছে আদালত

আজকের শুনানিতে যে যে নথি চেয়েছে আদালত

আজ এই মামলার শুনানি শুরু হবে সকাল সাড়ে দশটায়। মহারাষ্ট্র থেকে ৩৫৬ ধারা তুলে নেওয়ার আবেদন জানিয়ে রাষ্ট্রপতিকে লেখা রাজ্যপালের চিঠি চেয়েছে শীর্ষ আদালত। সেই চিঠি শুনানির শুরুতেই জমা দিতে বলা হয়েছে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে। এছাড়া দেবেন্দ্র ফড়নবিশকে রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির পাঠানো সরকার গড়ার আহ্বানের চিঠিটিও চেয়েছে সুপ্রিমকোর্ট। পাশাপাশি ফড়নবিশের দেওয়া সরকার গড়তে চেয়ে সংখ্যার প্রমাণ সম্বিলিত চিঠিটিও চেয়েছে শীর্ষ আদালত।

বিরোধীদের অভিযোগের ভিত্তিতে নথি তলব

বিরোধীদের অভিযোগের ভিত্তিতে নথি তলব

প্রসঙ্গত, এই দুটি বিষয়েই প্রশ্ন তুলেছিল বিরোধীরা। ২৩ নভেম্বর সকাল ৮টায় ফড়নবিশ ও অজিত পাওয়ারের শপথ গ্রহণের আগে সেদিনই ভোর ৫টা ৪৭ মিনিটে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হয় মহারাষ্ট্রের উপর থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা একটি তিন লাইনের বিজ্ঞপ্তি জারি করে বলেন, মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মহারাষ্ট্র থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করে নিয়েছেন। প্রসঙ্গত, রাষ্ট্রপতি শাসন জারি ও প্রত্যাহার, এই দুই ক্ষেত্রেই রাজ্যপালের সুপারিশের উপর ভিত্তি করে পদক্ষেপ নেওয়া হয়। যার অর্থাৎ ২২ নভেম্বর রাতে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির অফিস এই বিষয়ে কাজ করে। যেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা।

অজিতের টুইটে নতুন বিভ্রান্তি

অজিতের টুইটে নতুন বিভ্রান্তি

এদিকে বিজেপির সঙ্গে হাত মেলানো অজিত পাওয়ারের টুইটে গতকাল ফের শুরু হয় বিভ্রান্তি। অজিত পাওয়ার প্রধানমন্ত্রীকে সন্যবাদ সূচক এক টুইটে দাবি করেন তিনি এখনও এনসিপিতেই রয়েছেন এবং শরদ পাওয়ার তাঁর নেতা। পাশাপাশি টুইটে অজিত পাওয়ার দাবি করেন যে আগামী পাঁচ বছর বিজেপি-এনসিপি জোট স্থিতিশীল সরকার চালানোর বিষয়ে বদ্ধপরিকর। তবে এই টুইটের দাবিকে নাকচ করে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার জানিয়ে দেন যে বিজেপির সঙ্গে কোনও মতেই জোট গঠন করবে না এনসিপি।

সব বিতর্ক দূর করতেই সমর্থনের চিঠি জমা দেবে বিরোধীরা

সব বিতর্ক দূর করতেই সমর্থনের চিঠি জমা দেবে বিরোধীরা

অজিত পাওয়ারের শপথ গ্রহণের পর থেকেই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয় যে আদতে এই সিদ্ধান্তের পিছনে রয়েছেন শরদ পাওয়ার। তবে এই জল্পনাকে উড়িয়ে দিতে ও বিরোধী ঐক্য স্থাপন করতেই আজ শীর্ষ আদালতে তাদের সমস্ত বিধায়কদের সমর্থনের সম্বিলিত চিঠি জমা দেবে। এরই মাঝে এনসিপি দাবি করে যে একমাত্র অজিত পাওয়ার ছাড়া বাকি ৫৩ জন বিধায়কই শরদ পাওয়ারের সঙ্গে রয়েছেন।

'দশ মিনিটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব'

'দশ মিনিটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব'

রবিবার তিন দলের সব বিধায়করা তাদের সঙ্গে রয়েছেন বলে দাবি করেছিলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতও। এই বিষয়ে তিনি রাজ্যপাল ভগত সিং কোশিয়ারিকে ফোন করে দাবি করেন যে সুযোগ দিলে তাঁরা ১০ মিনিটের মধ্যে তাঁদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেবেন।

English summary
Sena NCP Congress to submit all the MLAs letter of support in SC today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X