For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাজারের বেশি পুলিশ–সিসি ক্যামেরা, প্রকাশ পূরব উদযাপনে কড়া নিরাপত্তার বেষ্টনীতে লালকেল্লা

হাজারের বেশি পুলিশ–সিসি ক্যামেরা, প্রকাশ পূরব উদযাপনে কড়া নিরাপত্তার বেষ্টনীতে লালকেল্লা

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার শিখ গুরু তেগ বাহাদুরের ৪০০তম প্রকাশ পর্ব। সেই উপলক্ষ্যে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর নিরাপত্তায় একাধিক–পর্যায়ে সুরক্ষা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে। লালকেল্লায় মোতায়েন করা হয়েছে হাজারের বেশি দিল্লি পুলিশ ও একাধিক সুরক্ষা এজেন্সির কর্মী।

নিরাপত্তা বলয়ে ঘেরা লালকেল্লা

নিরাপত্তা বলয়ে ঘেরা লালকেল্লা

কেন্দ্রীয় সরকারের এই বড় অনুষ্ঠানে একশোটিরও বেশি সিসি ক্যামেরা লালকেল্লা চত্ত্বরে লাগানো হয়েছে। এদিনের অনুষ্ঠানে মোদী একটি স্মারক মুদ্রা এবং একটি ডাকটিকিটও প্রকাশ করবেন বলে জানা গিয়েছে। সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে নিরাপত্তা বলয়ে রয়েছে এনএসজি স্নিপার, সোয়াট কম্যান্ডো, কাইট হান্টার, ক্যানাইন ইউনিট ও উঁচু উঁচু ভবনগুলিতে মোতায়েন করা হয়েছে শার্প শুটারদের।

 স্বাধীনতা দিবসের মতো সুরক্ষা ব্যবস্থা

স্বাধীনতা দিবসের মতো সুরক্ষা ব্যবস্থা

সরকারি আধিকারিকরা জানিয়েছেন কোভিড কেসগুলি জাতীয় রাজধানীতে আবার বৃদ্ধি পাওয়ায় সামাজিক দুরত্বের নিয়ম বজায় রাখা হবে অনুষ্ঠানে। পুলিশের শীর্ষ আধিকারিক বলেন, '‌নাশকতা বিরোধী দৃষ্টিকোণ সহ সমস্ত ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা একাধিক নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করেছি।' তিনি এও জানান যে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভটি সম্পূর্ণরূপে সুরক্ষিত করা হয়েছে বহু-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যা পুলিশ সাধারণত স্বাধীনতা দিবসে করে থাকে।

 জাহাঙ্গীরপুরের উত্তেজনা

জাহাঙ্গীরপুরের উত্তেজনা

সরকারি সূত্রে এও বলা হয়েছে, 'হিংসায় বিধ্বস্ত জাহাঙ্গীরপুরের উত্তেজনাকর পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা আরও সতর্ক রয়েছি।'‌‌‌ লালকেল্লা চত্ত্বরের আশপাশে ও ভেতরে এদিন কি কি কার্যকলাপ হয়েছে তার সম্পূর্ণ বিবরণ নেওয়া হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে পুলিশ কন্ট্রোল রুম থেকে। পুলিশ-প্রশাসন জানিয়েছে যে শনিবার হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে ঘিরে জাহাঙ্গীরপুরে যে ধরনের সংঘর্ষ হয়েছে তাতে একজন সাধারণ মানুষ ও ন'‌জন পুলিশ কর্মী আহত হয়েছে, এরপরই ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের চারপাশে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আরও বেশি করে সতর্কতা চলছে।

অনুষ্ঠান চলার সময় চলবে জোরদার টহলদারি

অনুষ্ঠান চলার সময় চলবে জোরদার টহলদারি

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ইতিমধ্যেই উত্তর দিল্লির স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে। যার মধ্যে রয়েছে চাঁদনি মহল, হজ কাজি ও বাজার এলাকা। যাতে এইসব এলাকায় কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশের আধিকারিক বলেন, '‌মহিলা পুলিশের সোয়াট টিম সর্বদা নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে থাকে, এর সঙ্গে রয়েছে পিসিআর টিম। এছাড়া অনুষ্ঠানের সময়সূচী অনুসারে এলাকায় এবং আশেপাশে জোরদার টহল দেওয়ার জন্য প্রখর ভ্যানও মোতায়েন করা হয়েছে।'‌

কি কি হবে অনুষ্ঠানে

কি কি হবে অনুষ্ঠানে

কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটক মন্ত্রকের তথ্য অনুযায়ী, ৪০০ 'রাগি' (শিখ সঙ্গীতকার) লাল কেল্লা থেকে গুরুর উদ্দেশে সমর্পিত সঙ্গীত পরিবেশন করবেন। দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সহযোগিতায় সংস্কৃতি মন্ত্রক এই অনুষ্ঠানের আয়োজন করছে। দেশের বহু রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। থাকবেন দেশের বহু গণ্যমান্য ব্যক্তিরাও। এই অনুষ্ঠান আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসাবে উদযাপন করা হচ্ছে।

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় তৈরি হচ্ছে জাতীয় ডেটাবেস! NIA এখন আন্তর্জাতিক সংস্থা, বললেন অমিত শাহদেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় তৈরি হচ্ছে জাতীয় ডেটাবেস! NIA এখন আন্তর্জাতিক সংস্থা, বললেন অমিত শাহ

English summary
security arrangement in red fort during parkash purab celebrations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X