For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ কোটি টাকা স্কুলের বাড়িভাড়া বাকি রজনীকান্তের স্ত্রীর ! তালা ঝোলালেন বাড়িওয়ালা

ভাড়া বাবদ ২ কোটি টাকা বকেয়া থাকার অভিযোগে তালা ঝুলিয়ে দেওয়া হল রজনীকান্তের স্ত্রী লতা রজনীকান্তের স্কুলে। স্কুলবাড়ির মালিকের বিরুদ্ধে মানহানির মামলার হুমকি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ভাড়া বাবদ ২ কোটি টাকা বকেয়া থাকার অভিযোগে তালা ঝুলিয়ে দেওয়া হল রজনীকান্তের স্ত্রী লতা রজনীকান্তের স্কুলে। মঙ্গলবার রাতে স্কুলবাড়ির মালিক তালা ঝুলিয়ে দেন আশ্রম ম্যাট্রিকুলেশন স্কুলে। অবশ্য় বাড়িভাড়া বাকি থাকার অভিযোগ অস্বীকার করেছেন লতা রজনীকান্ত। এমনকী স্কুলবাড়ির মালিকের বিরুদ্ধে মানহানির মামলার হুমকি দিয়েছেন তিনি।

২ কোটি টাকা স্কুলের বাড়িভাড়া বাকি রজনীকান্তের স্ত্রীর ! তালা ঝোলালেন বাড়িওয়ালা

বুধবার স্কৃল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও আগাম নোটিস ছাড়াই এভাবে স্কুলে তালা ঝুলিয়ে দিয়ে বাড়িওয়ালা আইনভঙ্গ করেছেন। সেইসঙ্গে পড়ুয়া ও অভিভাবকদেরও হেনস্থার শিকার হতে হয়েছে। আপাততভাবে স্কুলটিকে অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, বাড়িওয়ালা অযৌক্তিকভাবে ভাড়া বাড়ানোর দাবি করছেন এবং তাঁর অভিযোগ একেবারেই ভিত্তিহীন। বাড়িভাড়া বাড়ানো নিয়ে বাড়িওয়ালার সঙ্গে আলোচনাও হচ্ছিল বলে স্কুল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে।

১৯৯৬ সালে সরকারি স্বীকৃতি পাওয়ার পর থেকেই নানা ঝামেলায় জেরবার লতা রজনীকান্তের স্কুলটি। ২০১১ সালে একবার বাড়িটি ফাঁকা করার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন। সেবারের মত ঝামেলা মিটলেও দু বছরের মাথায় ফের বাড়ি ভাড়া বাড়ানোর দাবি জানান বাড়িওয়ালা। গত ডিসেম্বর মাসেও সময়ে বেতন না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখান স্কুলের বাসচালকরা।

অপরদিকে সুপারস্টার রজনীকান্তের রাজনীতির ময়দানে নামা নিয়ে দক্ষিণী রাজনীতিতে জল্পনা তুঙ্গে। তিনি নিজের রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন বলেও খবর। রজনীকান্ত নিজেও সেরকমই ইঙ্গিত দিয়েছেন। ডিএমকে-এর অনুষ্ঠানে গিয়ে রজনীকান্ত বলেন, ঈশ্বর চাইলে হয়ত আগামিকালই রাজনীতিতে নামবেন তিনি।

English summary
A school run by Latha Rajnikath shut down by landlord over rent, will sue landlord, says school authority.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X