For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার সাইন ল্যাঙ্গোয়েজে তৈরি হবে 'বজরঙ্গী ভাইজান'

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২০ অক্টোবর : বলিউডে আকাশচুম্বী রেকর্ড করা সলমন খান অভিনীত 'বজরঙ্গী ভাইজান' সিনেমাটি এবার তৈরি করা হবে 'সাইন ল্যাঙ্গোয়েজ' বা ইশারার ভাষায়। ['বজরঙ্গী ভাইজান' নিয়ে এই তথ্যগুলি এখনও অনেকের অজানা]

মূক ও বধীর মানুষেরা যাতে এই সিনেমাটি উপভোগ করতে পারেন সেজন্যই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। পাকিস্তানে হারিয়ে যাওয়া ভারতীয় মেয়ে গীতার অনুরোধেই এটি করা হবে। [বাস্তবে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ হয়ে উঠলেন 'বজরঙ্গী ভাইজান']

এবার সাইন ল্যাঙ্গোয়েজে তৈরি হবে 'বজরঙ্গী ভাইজান'

সাইন ল্যাঙ্গোয়েজ ইন্টারপ্রেটার জ্ঞানেন্দ্র পুরোহিত পিটিআইকে জানিয়েছেন, তিনি সম্প্রতি করাচিতে থাকা গীতার সঙ্গে ভিডিও কলে কথা বলেন। গীতাই তাঁকে বজরঙ্গী ভাইজানকে সাইন ল্যাঙ্গোয়েজে ডাবিং করার কথা বলে জোর করেন। ['বজরঙ্গী ভাইজান'-এর তৈরি ১০টি বক্স অফিস রেকর্ড]

গীতা জানান, সিনেমাটি ডাবিং হলে তাঁর মতো বহু মানুষ এই সিনেমাটি উপভোগ করতে পারবেন। এরপরই সিদ্ধান্ত হয়েছে সিনেমাটি ডাবিং করা হবে। এবং সলমন ও গীতার উপস্থিতিতেই তা করা হবে। [সলমন খানের সেরা পাঁচ সিনেমার লিস্ট]

জ্ঞানেন্দ্র পুরোহিত জানিয়েছেন, আগামী ২৬ অক্টোবর গীতার দেশে ফেরার কথা। ফিরে তিনি সলমন খানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। ['বজরঙ্গী ভাইজান'-এর শুটিংয়ের অদেখা ছবি]

প্রসঙ্গত, এর আগে শোলে (১৯৭৫), গান্ধী (১৯৮২), মুন্নাভাই এমবিবিএস (২০০৩) ও তারে জমিন পর (২০০৭)-এর মতো সিনেমা সাইন ল্যাঙ্গোয়েজে ডাবিং করা হয়েছে। ['বজরঙ্গী ভাইজান'-এর আসল শ্যুটিং স্পটে যেতে পারেন আপনিও]

English summary
Salman Khan's 'Bajrangi Bhaijaan' to be dubbed in sign languages
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X