For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) 'বজরঙ্গী ভাইজান' নিয়ে এই তথ্যগুলি এখনও অনেকের অজানা

  • |
Google Oneindia Bengali News

বলিউডে এক নয়া ইতিহাস তৈরি হয়েছে। সলমন খানের সদ্য মুক্তি পাওয়া সিনেমা 'বজরঙ্গী ভাইজান' একের পর এক রেকর্ড ভেঙে দিয়েছে। ['বজরঙ্গী ভাইজান'-এর তৈরি ১০টি বক্স অফিস রেকর্ড]

ভারত-পাকিস্তানের মধ্যে যতই রাজনৈতিক তথা কূটনৈতিক দ্বন্দ্ব থাকুক, দু'দেশের নাগরিকদের যে আবেগ তাকে কাঁটাতারের বেড়া দিয়ে আটকে রাখা যায়নি ও যাবে না, তা এই সিনেমা ভালোভাবে ফের একবার বুঝিয়ে দিয়েছে। [সলমন খানের সেরা পাঁচ সিনেমার লিস্ট]

এক পাকিস্তানি অসুস্থ মেয়েকে সেদেশে ফিরিয়ে দিতে ভারতের এক যুবক কি প্রাণপাত করেছেন, এই সিনেমায় তার থেকেই আগে প্রতিষ্ঠিত হয়েছে ভালোবাসার কথা। যার কাছে সীমান্তের কাঁটাতার হার মানে। যার কাছে অসাধ্য বলে কিছু নেই। ['বজরঙ্গী ভাইজান'-এর আসল শ্যুটিং স্পটে যেতে পারেন আপনিও]

এহেন বজরঙ্গী ভাইজান সিনেমা সম্পর্কে নিচের স্লাইডে জেনে নিন কয়েকটি অজানা তথ্য।

বজরঙ্গী ভাইজান

বজরঙ্গী ভাইজান

মুক্তি পাওয়ার পরই সপ্তাহান্তের কালেকশনে এই সিনেমা এবছরের হিসাবে সবচেয়ে বেশি অর্থ সংগ্রহ করেছে।

বজরঙ্গী ভাইজান

বজরঙ্গী ভাইজান

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে এই নিয়ে দ্বিতীয় সিনেমা করলেন সলমন খান। এর আগে ২০১৪ সালে 'কিক' সিনেমায় অভিনয় করেছিলেন।

বজরঙ্গী ভাইজান

বজরঙ্গী ভাইজান

বলিউডে 'পিকে' সিনেমার পরে দ্বিতীয় ছবি হিসাবে 'বজরঙ্গী ভাইজান' ৩০০ কোটির গণ্ডী টপকেছে।

বজরঙ্গী ভাইজান

বজরঙ্গী ভাইজান

প্রথমে ঠিক ছিল 'বজরঙ্গী ভাইজান'-এর চরিত্রে অভিনয় করবেন সলমন খান। এবং পরিচালনার দায়িত্বে থাকবেন রাকেশ রোশন। তবে এই গল্পের লেখক ভি বিজয়েন্দ্র ছবিটির প্রযোজনায় অংশ নিতে চাওয়ায় তা ভেস্তে যায়।

বজরঙ্গী ভাইজান

বজরঙ্গী ভাইজান

এই সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন কেভি বিজয়েন্দ্র প্রসাদ। তিনি সম্পর্কে 'বাহুবলী' সিনেমার পরিচালক এসএস রাজামৌলির পিতা।

বজরঙ্গী ভাইজান

বজরঙ্গী ভাইজান

একবার চিত্রনাট্য পড়েই সলমন খানের এমন পছন্দ হয়েছিল যে 'বজরঙ্গী ভাইজান'-এর জন্য তাঁর কাছে দ্বিতীয়বার তদ্বিরই করতে হয়নি।

বজরঙ্গী ভাইজান

বজরঙ্গী ভাইজান

'বজরঙ্গী ভাইজান' সিনেমাটি দিয়েই বলিউডে প্রথম প্রযোজনা শুরু করলেন সলমন খান। তাঁর প্রযোজনা সংস্থার নাম 'সলমন খান ফিল্মস'।

বজরঙ্গী ভাইজান

বজরঙ্গী ভাইজান

এই সিনেমায় কাশ্মীরের নানা অচেনা জায়গায় শ্যুটিং করা হয়েছে। এমন জায়গা যেখানে আগে কখনও সিনেমার শ্যুটিং হয়নি।

বজরঙ্গী ভাইজান

বজরঙ্গী ভাইজান

এছাড়াও রাজস্থানের নানা জায়গায় ও পুরনো দিল্লির কয়েকটি লোকেশনে এই সিনেমার শ্যুটিং হয়েছে। একইসঙ্গে পানভেলে সলমন খানের ফার্ম হাউসেও কয়েকটি দৃশ্যের শ্যুটিং করা হয়েছে।

বজরঙ্গী ভাইজান

বজরঙ্গী ভাইজান

প্রায় আট বছর পরে সঙ্গীতশিল্পী আদনান সামির গানে সিনেমায় ঠোঁট মিলিয়েছেন সলমন খান।

English summary
Bajrangi Bhaijaan Unknown Facts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X