For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) 'বজরঙ্গী ভাইজান'-এর আসল শ্যুটিং স্পটে যেতে পারেন আপনিও, কোথায় তা দেখে নিন

  • |
Google Oneindia Bengali News

বলিউডে নতুন ইতিহাস তৈরি করেছেন সলমন খান তাঁর সদ্য মুক্তি পাওয়া সিনেমা 'বজরঙ্গী ভাইজান' দিয়ে। [সলমন খানের সেরা পাঁচ সিনেমার লিস্ট]

পাকিস্তানের নাগরিক ছোট্ট মেয়ে শাহিদাকে (হরশালি মালহোত্রা) নিয়ে তার মা সমঝোতা এক্সপ্রেসে করে দিল্লির হজরত নিজামুদ্দিন দরগাতে মেয়ের সুস্থ জীবনের জন্য আসেন। কারণ শাহিদা কথা বলতে পারে না। ['বজরঙ্গী ভাইজান'-এর তৈরি ১০টি বক্স অফিস রেকর্ড]

সেখান থেকে পাকিস্তান ফিরে যাওয়ার পথে সমঝোতা এক্সপ্রেস ট্রেনটি ধরতে পারেনি ছোট্ট শাহিদা। অসহায় শাহিদার এরপর দেখা হয় পবনকুমার চতুর্বেদীর (সলমন খান) সঙ্গে। শাহিদাকে ভালোভাবে পাকিস্তানে তার বাড়িতে পৌঁছে দিয়ে কীভাবে পবন রাশিকার (করিনা কাপুর) বাবার কাছে কি নিজের যোগ্যতার প্রমাণ দেন তা নিয়েই তৈরি হয়েছে এই ছবি। [হিমালয়ের কোলে সেরা লেকগুলির নৈসর্গিক দৃশ্য]

আবেগের পাশাপাশি ছবিতে অপূর্ব সব প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হয়েছেন দর্শকেরা। নিচের স্লাইডে দেখে নিন, এই সিনেমার শ্যুটিং ঠিক কোথায় কোথায় হয়েছে। পরিবারকে নিয়ে সেখানে ঢুঁ মেরে এলে নেহাত মন্দ হবে না।

হজরত নিজামুদ্দিন দরগা

হজরত নিজামুদ্দিন দরগা

জনপ্রিয় সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার সমাধিস্থল বা দরগা হল এটি। এই সিনেমায় প্রথমদিকে দরগার দৃশ্য এখানেই শ্যুটিং করা হয়েছে। এমনকী সিনেমার বেশ কিছু দৃশ্যও দিল্লিতে শ্যুট করা হয়েছে।

সমঝোতা এক্সপ্রেস

সমঝোতা এক্সপ্রেস

সপ্তাহে দু'দিন করে ভারত-পাকিস্তানের মধ্যে এই ট্রেন চলে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত যাতায়াত করে ট্রেনটি। এই ট্রেনের দৃশ্যই সিনেমায় দেখানো হয়েছে।

আতারি-ওয়াঘা বর্ডার

আতারি-ওয়াঘা বর্ডার

পাঞ্জাবের এই জায়গাটি ভারত-পাকিস্তানের সীমান্ত ওয়াঘা থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত। ভারত থেকে পাকিস্তানে যাওয়ার পথে শেষ স্টেশন এটাই পড়ে। এখানেই ট্রেন থেকে নেমে পড়ে ভারতে হারিয়ে গিয়েছিল মুন্নি।

মান্ডওয়া, রাজস্থান

মান্ডওয়া, রাজস্থান

বজরঙ্গী ভাইজানের বেশিরভাগ শ্যুটিং রাজস্থানের এই জায়গাতেই হয়েছে। এখানকার সুদৃশ্য 'হাভেলি' ও 'কেল্লা'গুলিতে এর আগেও বহু সিনেমার শ্যুটিং হয়েছে। পাকিস্তান হিসাবে যে বালুকাময় জায়গা দেখানো হয়েছে, তা রাজস্থানের এই জায়গাতেই দৃশ্যায়িত করা হয়েছে।

থাজিয়াস হিমবাহ (সোনমার্গ)

থাজিয়াস হিমবাহ (সোনমার্গ)

সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উঁচুতে অবস্থিত এখানেই সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের শ্যুটিং হয়েছে। কারণ পরিচালক কবীর খান চেয়েছিলেন কোনও অজানা জায়গাকে সিনেমায় তুলে ধরতে।

সোনমার্গ, জম্মু ও কাশ্মীর

সোনমার্গ, জম্মু ও কাশ্মীর

উপত্যকায় অন্যতম সেরা নৈসর্গিক দৃশ্য়ের খোঁজ দিতে পারে এই জায়গা। এখানে সিনেমার কয়েকটি দৃশ্য়ের শ্যুটিং হয়েছে।

জোজিলা পাস, সোনমার্গ

জোজিলা পাস, সোনমার্গ

শ্রীনগর ও লেহ-র মাঝে এই জায়গাটির শোভা এককথায় অতুলনীয়। এখানেও অনেক দৃশ্য শ্যুট করা হয়েছে।

এনডি স্টুডিয়ো, কারজাট

এনডি স্টুডিয়ো, কারজাট

মহারাষ্ট্রের কারজাটে অবস্থিত এই ফিল্ম স্টুডিয়োতে বজরঙ্গী ভাইজানের বহু দৃশ্যের শ্যুটিং হয়েছে। এখানেই 'যোধা আকবর' সিনেমার শ্যুটিং হয়েছে। এমনকী জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এর শ্যুটিংও হয় এখানেই।

English summary
Bajrangi Bhaijaan Shooting Locations – A Visual Treat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X