For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে শিশুপাচারকাণ্ডে নাম উঠতেই ‘রণচণ্ডী’ হলেন রূপা, নাম বাদ দিতে আশ্বস্ত

সংসদের অন্দরে শিশু পাচারকাণ্ড নিজের নাম উঠতেই ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি-র অভিনেত্রী সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। মেজাজ হারিয়ে সংসদে তুলকালাম বাঁধিয়ে দিলেন।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৬ মার্চ : সংসদের অন্দরে শিশু পাচারকাণ্ড নিজের নাম উঠতেই ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি-র অভিনেত্রী সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। মেজাজ হারিয়ে সংসদে তুলকালাম বাঁধিয়ে দিলেন। তাঁর দাবি অবিলম্বে তাঁর নাম আলোচনার বিষয় থেকে বাদ দিতে হবে। কোনও রেকর্ডে তাঁর নাম রাখা যাবে না। যখন প্রবল প্রতাপে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন রূপা, তাঁকে আশ্বস্ত করেন অপর সাংসদ মুখতার আব্বাস নাকভি।[শিশুপাচারকাণ্ডে জুহি-যোগে পদ থেকে অপসারিত হতে পারেন রূপা, ইঙ্গিত দিলীপের]

সম্প্রতি জলপাইগুড়ি শিশু পাচারকাণ্ডে নাম জড়ায় বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের। মূল অভিযুক্ত চন্দননা চক্রবর্তীর মুখে তাঁর নাম যেমন উঠে আসে, তেমনই বিজেপি নেত্রা জুহি চক্রবর্তীও ঘুরিয়ে তাঁর যোগের কথা বলেন। এমনকী জুহিকে নেপাল পালাতে পরামর্শ দিয়েছিলেন প্রভাবশালী সাংসদ, সেখানেও ঘুরিয়ে রূপা গঙ্গাপাধ্যায়ের নাম উঠে আসে। তারপর রূপা ঘনিষ্ঠ বলে পরিচিত জুহি।[শিশুপাচারকাণ্ডে জুহির গ্রেফতারের পর চাপ বাড়ল বিজয়বর্গীয়-রূপা-দিলীপদের]

সংসদে শিশুপাচারকাণ্ডে নাম উঠতেই ‘রণচণ্ডী’ হলেন রূপা, নাম বাদ দিতে আশ্বস্ত

এদিন রাজ্যসভায় সেই প্রসঙ্গ ওঠে। স্বভাবতই শিশু পাচারকাণ্ডে তাঁর নাম সংসেদ উত্থাপন করায় বিরক্ত রূপা গঙ্গাপাধ্যায়। কেন তাঁর নাম করা হচ্ছে শিশু পাচারকাণ্ডে। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। রে রে করে বিজেপি-র অভিনেত্রী সাংসদ। সোজা চলে যান ডেপুটি চেয়ারম্যানেপ আসনের সামনে। তারপর মুখতার আব্বাস নাকভি তাঁকে শান্ত করেন। বলেন, তাঁর নাম কোনও রেকর্ডে রাখা হবে না। এরপর শান্ত হন রূপা।[শিশুপাচার চক্রে নাম জড়ালো রূপা গঙ্গোপাধ্যায় ও কৈলাশ বিজয়বর্গীয়র, জিজ্ঞাসাবাদ করতে পারে সিআইডি]

English summary
Roopa Ganguli became 'maenad' to rise her name in Child trafficking
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X