For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যারামকোর সঙ্গে আলোচনার মাঝেই রিলায়েন্সের 'ডিমার্জার', বড় ঘোষণায় দাম বাড়ল শেয়ারের

Google Oneindia Bengali News

মঙ্গলবার বড় ঘোষণা করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এদিন রিলায়েন্স তাদের জ্বালানি সংশওধন সংক্রান্ত ব্যবসা থেকে রাসায়নিক সংস্থাকে আলাদা করার ঘোষণা করে। এরপরই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর ২ শতাংশ বেড়ে যায় এদিন।

আরামকোর সঙ্গে আলোচনার মাঝেই রিলায়েন্সের ডিমার্জার, বড় ঘোষণায় দাম বাড়ল শেয়ারের

রিলায়েন্সের তরফে জানানো হয়েছে পুরো রি-অর্গানাইজেশনের কাজ হয়ে যাওয়ার পর নতুন সাবসিডিয়ারির ৪৯.১ শতাংশ স্টেক থাকবে প্রোমোটার গ্রুপের হাতে। তবে মূল সংস্থার শেয়ারে কোনও পরিবর্তন আসবে না। রিলায়েন্সের তরফে আশা করা হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২২ সালের দ্বিতীয় কোয়ার্টারের মধ্যেই এই রি-অর্গানাইজেশন প্রক্রিয়ার যাবতীয় অনুমোদন মিলে যাবে।

সংস্থার তরফে জানানো হয়েছে, এই পদক্ষেপ নিয়ে কোনও রকম দুশ্চিন্তার কারণ নেই। এই রি-অর্গানাইজেশন প্রক্রিয়ার জন্য ইতিমধ্যেই সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এবং স্টক এক্সচেঞ্জেস থেকে ইঙ্গিত পেয়ে গিয়েছে সংস্থা। নতুন সাবসিডিয়ারির উপর ১০০ শতাংশ ম্যানেজমেন্ট কন্ট্রোল থাকবে বলে জানিয়েছে রিলায়েন্স ইন্ডাজট্রিজ।

English summary
Reliance Industries announced oil to chemical split amid talks with Aramco
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X