For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এলজেপিতে নিভছে পাসোয়ানের 'চিরাগ', বিদ্রোহীরা দখল নিচ্ছে দল

এলজেপিতে নিভছে পাসোয়ানের 'চিরাগ', বিদ্রোহীরা দখল নিচ্ছে দল

Google Oneindia Bengali News

প্রবল বিদ্রোহ রামবিলাস পাসোনায়ের দল এলজেপিতে। তাঁর ছেলে চিরাগ পাসোয়ানকেই সরিেয় দেওয়া হল দলের সর্বভারতীয় সভাপতির পদ থেকে। তাঁর জায়গায় আসতে চলেছেন পশুপতি কুমার পারস। তাঁর নেতৃত্বেই বিদ্রোহ দানা বেঁধেছিল এনজেপিতে। তিনিই নেতৃত্ব দিয়েছিলেন বিদ্রোহীদের। চিরাগ অনুগামী ৫ সাংসদের প্রাথমিক সদস্যপদ খারিজ করে দেওয়া হয়েছে।

বিদ্রোহীরা দখল নিচ্ছে দল

প্রবল বিদ্রোহ শুরু হয়েছে এলজেপিতে। চিরাগের নেতৃত্ব মানতে নারাজ দলের একাধিক নেতা। দলে দূষণ ছড়াচ্ছেন চিরাগ এমনই অভিযোগ করেছেন পশুপতি কুমার পারস। রাম বিলাস পাসোয়ানের মৃত্যুর পর থেকেই চিরাগ পাসোয়ানের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছিল। বিহার নির্বাচনে বিজেপির হাত ছেড়ে চিরাগের একা লড়ার সিদ্ধান্ত অনেকেই ভাল চোখে দেখেনি। দের অন্দরে এই নিয়েই অসন্তোষ শুরু হয়েছিল।

বিহার নির্বাচনে একটি আসনও পায়নি এলজেপি। দলের এই পরিস্থিতির জন্য চিরাগকেই দায়ী করেছিলেন রামবিলাসের অনুগামীরা। উত্তর প্রদেশের ভোটের আগে দলকে শক্তিশালী করতে চিরাগকে বাদ দিয়েইএগোতে চাইছেন তাঁরা। হঠাৎ করেই এলজেপির ৬ সাংসদের মধ্যে ৫ সাংসদ চিরাগের পাশে এসে দাঁড়ায়। তারপরেই বিদ্রোহীরা একজোট হয়ে পড়ে।

বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছিলেন পশুপতি কুমার পারস। বিদ্রোহীদের নেতৃত্ব দিেয় চিরাগকে দলের সর্বভারতীয় সভাপতির পদ থেকে অপসারিত করেন তিনি। শীঘ্রই এই পদে নির্বাচন করা হবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর পশুপতিকেই পরবর্তী সর্বভারতীয় সভাপতির পদে বসানো হবে। তারপরেই চিরাগ পাসোয়ান টুইট করেন আমার পরিবারকে আমি বাঁচাতে পারলাম না। দলটা আমার মায়ের মতো, মা প্রতারিত হোক সেটা কখনোই চাই না।

English summary
Rebels remove Chirag Paswan as national president post of LJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X