For Quick Alerts
For Daily Alerts
ঋণে সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির অভাবনীয় জয়ের পর সেনসেক্সের রেকর্ড উত্থান হলেও গত কয়েকদিনে সেনসেক্স ও নিফটি উভয়ই নিম্নমুখী। ফলে শেয়ার বাজার বিশেষজ্ঞদের ধারণা ছিল ঋণে সুদের পরিমান বাড়িয়ে সমস্যার সাময়িক সমাধানের পথে হাঁটবে আরবিআই। কিন্তু সেই অনুমানকে ভুল প্রমাণ করে দিলেন রঘুরাম রাজন।
এদিন রঘুরাম রাজন জানিয়েছেন, স্বল্পমেয়াদী ঋণের ক্ষেত্রে সুদের হার ৭.৭৫ শতাংশ এবং ক্যাশ রিজার্ভ রেশিও ৪ শতাংশ থাকছে। সুদ অপরিবর্তিত রাখার কথা ঘোষণা হতেই কিছুটা চাঙ্গা হয় বাজার।