For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মনোনয়ন পেশ রাজনাথের! লখনৌতে তবে কি ওয়াকওভার, উঠছে প্রশ্ন

উত্তর প্রদেশের রাজধানী শহর লখনৌ থেকে মনোনয়ন দাখিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

  • |
Google Oneindia Bengali News

উত্তর প্রদেশের রাজধানী শহর লখনৌ থেকে মনোনয়ন দাখিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এই আসনে এখনও পর্যন্ত কোনও বিরোধী প্রার্থী নেই। বলা যেতে পারে বিরোধীরা এখনও কোনও প্রার্থী দাঁড় করাতে পারেনি। প্রশ্ন উঠছে তবে কি নির্বাচনে ওয়াকওভার পাবেন রাজনাথ। এই আসন থেকেই একটা সময় প্রতিদ্বন্দ্বিতা করতেন অটলবিহারী বাজপেয়ী। এই আসনে নির্বাচন ৬ মে।

২০০৯ সালে পশ্চিম উত্তর প্রদেশের গাজিয়াবাদ আসন থেকে জয়লাভ করেছিলেন রাজনাথ সিং। ২০১৪-তে তাঁকে লখনৌ আসনে সরিয়ে আনা হয়। এদিন মনোনয়ন দাখিলের আগে রোজ শো করেন তিনি।

ঠিক ছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে যাবেন। কিন্তু নির্বাচন কমিশনের ৭২ ঘন্টা নিষেধাজ্ঞার জেরে সেই পরিকল্পনায় বাধা পড়ে।

২০১৪-র নির্বাচন

২০১৪-র নির্বাচন

২০১৪-র নির্বাচনে রাজনাথ সিং-এর বিরুদ্ধে লড়াই করেছিলেন তৎকালীন কংগ্রেস নেত্রী রীতা বহুগুনা যোশী। পরবর্তী কালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। ওই নির্বাচনে বিএসপি ছিল তৃতীয় স্থানে আর অখিলেশের সমাজবাদী পার্টি ছিল চতুর্থস্থানে।

অটলজির স্বপ্ম পূরণে আশীর্বাদ প্রার্থনা

এদিন সকালে টুইট করেন রাজনাথ সিং। অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন পূরণে জনগণের কাছে প্রার্থনা করেন তিনি। অটলবিহারী বাজপেয়ীর স্বপ্ন ছিল লখনৌ শহরে বিশ্বের মানচিত্রে আনার।

[আরও পড়ুন:বিজেপি সরকারে আসলে ১ টাকায় মিলবে ৫ কেজি চাল! ওড়িশার ভোটমঞ্চে প্রতিশ্রুতি কেন্দ্রীয় মন্ত্রীর][আরও পড়ুন:বিজেপি সরকারে আসলে ১ টাকায় মিলবে ৫ কেজি চাল! ওড়িশার ভোটমঞ্চে প্রতিশ্রুতি কেন্দ্রীয় মন্ত্রীর]

১৯৯১ থেকে টানা জয় বিজেপির

১৯৯১ থেকে টানা জয় বিজেপির

লখনৌ আসনে ১৯৯১ থেকে টানা জয় পেয়ে আসছে বিজেপি। ১৯৯১ থেকে ২০০৯ পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন অটলবিহারী বাজপেয়ী। এবার মহাগোটবন্ধনের
সূত্র অনুযায়ী, আসনটি পড়েছে সমাজবাদী পার্টির হাতে। গত সপ্তাহের অখিলেশ জানিয়েছিলেন এই কেন্দ্রের প্রার্থীর নাম শীঘ্রই ঘোষণা করা হবে। তবে শত্রুঘ্ন সিনহার
স্ত্রী পুনম সিনহাকে এই কেন্দ্রে প্রার্থীর করার একটা সম্ভাবনা তৈরি হলেও, তা নিয়ে কোনও ঘোষণা করা হয়নি।

[আরও পড়ুন: 'রাজ বব্বরকে জুতো পেটা করব যেখানে পাবো', গুড্ডু পণ্ডিতের হুঙ্কার উত্তরপ্রদেশের মাটিতে][আরও পড়ুন: 'রাজ বব্বরকে জুতো পেটা করব যেখানে পাবো', গুড্ডু পণ্ডিতের হুঙ্কার উত্তরপ্রদেশের মাটিতে]

English summary
Rajnath Singh files his nomination papers from Lucknow, no rival yet. Congress has not announced their candidate from this seat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X