For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নৌসেনার যুদ্ধজাহাজ নিয়ে বেড়াতে যেত গান্ধী পরিবার! ফের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে সরব মোদী

রাজীব গান্ধীর বিরুদ্ধে 'দুর্নীতিবাজ' মন্তব্যের পর ফের একবার গান্ধী পরিবার নিয়ে সরব মোদী। এর আগে, এক নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেন,শেষ দিন পর্যন্ত রাজীব গান্ধী 'দুর্নীতিবাজ নম্বর ওয়ান' তকমা

Google Oneindia Bengali News

রাজীব গান্ধীর বিরুদ্ধে 'দুর্নীতিবাজ' মন্তব্যের পর ফের একবার গান্ধী পরিবার নিয়ে সরব মোদী। এর আগে, এক নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেন,শেষ দিন পর্যন্ত রাজীব গান্ধী 'দুর্নীতিবাজ নম্বর ওয়ান' তকমা নিয়ে ছিলেন। এরপরই সমালোচনার ঝড় ওঠে মোদীর বিরুদ্ধে। কংগ্রেসের তরফে মোদীর প্রচারে নিষেধাজ্ঞা লাগানোর দাবি জানানো হয়। কিন্তু এরপর ফের একবার রাজীব গান্ধীর পরিবারের বিরুদ্ধে সরব হতে দেখা গেল বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে।

নৌসেনার যুদ্ধজাহাজ নিয়ে বেড়াতে যেত রাজীব গান্ধীর পরিবার, ফের সরব মোদী

দিল্লির রামলীলা ময়দানের এক প্রচার সভায় মোদী দাবি করেন, রাজীব গান্ধী ও তাঁর পরিবার নৌসেনার জাহাজ আইএনএস বিরাটকে পারিবারিক কাজে লাগাত। সেই ছুটিতে আইএনএস বিরাটে চড়ে বেড়াত যেত রাজীবের পরিবার। মোদী বলেন,'.. কখনও শুনেছেন কেউ আইএনএস বিরাটকে ছুটিতে যাওয়ার জন্য ব্যবহার করেছেন? রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এসব হয়েছে। আইএনএশ বিরাট যা সমুদ্রে মোতায়েন ছিল , তা ১০ দিনের ছুটির জন্য নিয়ে যাওয়া হত। ' এমন বক্তব্যের পর মোদী দাবি করেন, এভাবেই গান্ধী পরিবার নিজেদের স্বার্থে জাতীয় নিরাপত্তাকে তুচ্ছ করেছে।

[আরও পড়ুন: 'ভারতের প্রধানমন্ত্রীকে দিদি মানেননা,পাকিস্তানের পিএমকে নিয়ে গর্ব করেন',বাঁকুড়ায় তোপ মোদীর ]
উল্লেখ্য, ১৯৮৭ সালে গান্ধী পরিবারের লাক্ষাদ্বীপ ভ্রমণ ঘিরে বিতর্কিকে এভাবেই কটাক্ষ করেন মোদী। রাজীব গান্ধাীর পরিবারের সেই ভ্রমণ নিয়ে ভারতীয় রাজনীতি সেই সময়ে বেশ খানিকটা তোলপাড় হয়েছিল। শোনা যায়, সেই সময় আইএনএস বিরাটকে নিয়ে যাওয়ার খরচ রাজীব দিতে চেয়েছিলেন। কিন্তু জাতীয় নিরাপত্তার জন্য রাখা নৌসেনার জাহাজ একজন প্রধানমন্ত্রী তাঁর পরিবারের জন্য কিভাবে ব্যবহার করতে পারেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল।

[আরও পড়ুন: মোদীর সমালোচনায় খোদ বিজেপি নেতাই! রাজীব-বিতর্ক ঘিরে সরগরম জাতীয় রাজনীতি ][আরও পড়ুন: মোদীর সমালোচনায় খোদ বিজেপি নেতাই! রাজীব-বিতর্ক ঘিরে সরগরম জাতীয় রাজনীতি ]

English summary
Rajiv Gandhi took INS Viraat for family vacation, jeopardised national security says PM Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X