For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষকদের থেকে চুরি করা বন্ধ করুন! প্রধানমন্ত্রী মোদীর কাছে 'আবেদন' রাহুল গান্ধীর

Google Oneindia Bengali News

এদিন দেশজুড়ে কৃষকদের ডাকে বনধ পালন হচ্ছে। এরই মধ্যে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন রাহুল গান্ধী টুইট করে প্রধানমন্ত্রীর তরফে কটাক্ষর সুরে লেখেন, মোদীজি কৃষকদের থেকে চুরি করা বন্ধ করুন। উল্লেখ্য, কৃষক আন্দোলন হোক বা লাদাখ সীমান্তে সংঘাত, শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীকে ধারাবাহিক ভাবে আক্রমণ শানিয়ে এসেছেন রাহুল গান্ধী।

মোদীজি, কৃষকদের থেকে চুরি করা বন্ধ করুন

মোদীজি, কৃষকদের থেকে চুরি করা বন্ধ করুন

এদিন টুইট করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লেখেন, 'মোদীজি, কৃষকদের থেকে চুরি করা বন্ধ করুন! সকল দেশবাসী জানেন যে আজকে ভারত বনধ। আমি সবার কাছে আবেদন জানাচ্ছি যে এই বনধকে সমর্থন করে অন্নদাতা কৃষকদের এই সংঘর্ষকে সফল করুন।' এদিকে এদিন কংগ্রেসের তরফে জানানো হয় যে কৃষকদের আন্দোলনকে সম্মান জানিয়ে দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর জন্মদিন পালন করা হবে না।

পরিবর্তিত কৃষি আইনে পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী

পরিবর্তিত কৃষি আইনে পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী

এর আগে গতকাল নাম না করেই, পরিবর্তিত কৃষি আইনে পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এই বিষয়ে বলেন, 'উন্নয়নের জন্য় সংস্কার খুব জরুরি৷ নতুন নির্দেশ এবং সুযোগ সুবিধার জন্য় পরিবর্তন বিশেষ করে দরকার৷ বিগত শতকের আইনকে ব্য়বহার করে, আগামী শতককে তৈরি করা সম্ভব নয়৷'

আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের ভারত বনধ

আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের ভারত বনধ

মঙ্গলবার কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের ভারত বনধের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এই মন্তব্য় বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল৷ তবে, কৃষি আইন বা কৃষকদের আন্দোলন সম্পর্কে সরাসরি তিনি কিছুই বলেননি৷ রাজনীতির কারবারিরা বলছেন, কথায় আছে 'বুঝদারদের জন্য ইশারাই যথেষ্ট৷'

উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পুরোনো আইন

উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পুরোনো আইন

আর প্রধানমন্ত্রীর পুরোনো আইনকে বাতিল করা মন্তব্য়ের মধ্য়ে দিয়ে, কৃষি আইনকেই যে উল্লেখ করেছেন, তা বলাই বাহুল্য়৷ প্রধানমন্ত্রী মোদী এও বলেন, 'কিছু পুরনো আইন যা পুরনো শতকে খুব ভালো ভাবে কাজ করত৷ কিন্তু, এখন সেগুলি উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে৷ তাই সময়ের সঙ্গে সঙ্গে বদল হওয়া খুব জরুরি৷'

প্রয়োজন আইনে পরবির্তন

প্রয়োজন আইনে পরবির্তন

এমনকি অতীতে কেন্দ্রীয় সরকারের আনা বেশ কিছু আইনে পরিবর্তন, বিশেষ কিছু ক্ষেত্রের লোকজনদের কথা মাথায় রেখেই করা হয়েছে বলে এদিন জানিয়েছেন নরেন্দ্র মোদী৷ এমনকি সেইসব পরিবর্তন, মানুষের মধ্য়ে আত্মবিশ্বাস আনবে৷ যার প্রভাব অতীতের নির্বাচনগুলিতে দেখা গিয়েছে বলে এদিন জানান প্রধানমন্ত্রী৷

English summary
Rahul Gandhi tweets supporting Bharat Bandh by farmers asking PM Modi to stop stealing from Farmers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X