For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে 'চোর' বলে সম্বোধন রাহুলের, তোলপাড় ভারতীয় রাজনীতি

আশির দশকের শেষে বোফর্স কেলেঙ্কারিতে উত্তাল হয়েছিল দেশ। এই প্রতিরক্ষা কেলেঙ্কারির পারদ এতটাই চড়া ছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রীত্ব হারাতে হয়েছিল।

Google Oneindia Bengali News

আশির দশকের শেষে বোফর্স কেলেঙ্কারিতে উত্তাল হয়েছিল দেশ। এই প্রতিরক্ষা কেলেঙ্কারির পারদ এতটাই চড়া ছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রীত্ব হারাতে হয়েছিল। ক্ষমতায় এসেছিল ভিপি সিং-এর সরকার। যাদের আবার সমর্থন দিয়েছিল বিজেপি। এখানেই শেষ হয়নি এই কাহিনি। বোফর্স কেলেঙ্কারির কালো দাগ কিছুদিন আগে পর্যন্ত বিদ্ধ করে গিয়েছে গান্ধী পরিবারকে। রাজীবের প্রয়াণের সঙ্গে সঙ্গে এই কেলেঙ্কারি থেকে রেহাই পাননি সনিয়া, রাহুল গান্ধীরা। ভারতীয় রাজনীতির নখ-দাঁত বের করা 'ব্যাটলগ্রাউন্ড'-এ আজও কংগ্রেস বিরোধীরা বলতে কসুর করেন না 'গলি গলি মে শোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায়।'

কীসের বদলা নিতে চাইলেন রাহুল গান্ধী

সেই একই স্টাইলে এবার পাল্টা দিলেন রাহুল গান্ধী। রাজস্থানের দুনগারপুরে নির্বাচনী প্রচার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'চোর' বলে বসলেন কংগ্রেস সভাপতি। রাহুল বলেন- 'মোদীজি বলেছিলেন যে আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই, আমি দেশের চৌকিদার হতে চাই। কিন্তু আজ দেশের অন্দরে এক নয়া আওয়াজ উঠেছে। যাতে বলা হচ্ছে- গলি গলি মে শোর হ্যায় হিন্দুস্তান কে চৌকিদার চোর হ্যায়।'

রাহুলের তোলা এই স্লোগানের সঙ্গে রাজীব গান্ধীকে একটা সময় যে ভাবে 'চোর' সম্বোধন দিয়েছিল বিরোধীরা, তার মিল খুঁজে পাওয়া যাচ্ছে। কিন্তু, রাহুল গান্ধী কি এভাবে দেশের প্রধানমন্ত্রীকে 'চোর' সম্বোধন করতে পারেন? তা নিয়ে এখন জোর তরজা শুরু হয়েছে। রাহুলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি-র নেতা, কর্মী থেকে সমর্থকরা। এদের দাবি, রাহুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

কীসের বদলা নিতে চাইলেন রাহুল গান্ধী

এদিকে, রাজস্থানের দুনগারপুরের এই প্রচার সভায় রাহুল গান্ধী বলেন তিনি নির্বাচনে মহিলাদের প্রার্থীদের বেশি করে দেখতে চান। তাঁর দাবি মহিলারা ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয়। সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন যে যদি তাঁর দল রাজস্থানে ক্ষমতায় আসে তাহলে তাঁদের মূল লক্ষ্য হবে কর্মসংস্থান বাড়ানো। রাহুল বলেন, 'আমি এমন একটা দিন দেখতে চাই যখন আপনাদের মোবাইলের পিছনে লেখা থাকবে মেড ইন রাজস্থান, মেড ইইন দুনগারপুর।'

সম্প্রতি মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারের রোড শো করেন রাহুল গান্ধী। তারপরেই তিনি রাজস্থানে প্রচারে যান। ১১ অগাস্ট জয়পুরে রোড শো করেছিলেন রাহুল। তারপর রাজস্থানে এটা তাঁর দ্বিতীয় নির্বাচনী প্রচার। দিন কয়েক আগেই রাজস্থানে নির্বাচনী প্রচার করেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানে রাহুল গান্ধীকে নিশানা করেন তিনি। অমিত বলেন, 'কংগ্রেস নেতারা তো জানেন না রবি শষ্য বা খারিপ শষ্য কাকে বলে। এমনকী চাষিদের স্বার্থকেও সুরক্ষিত করতে পারেন না।' রাজস্থানের নাগৌর জেলায় চাষিদের এক সভায় ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, 'নির্বাচনের জন্য বিজেপি বা নরেন্দ্র মোদী আলাদা করে কোনও স্লোগান দেন না। কারণ তারা জানেন কী ভাবে কোনও কিছুকে বাস্তবায়িত করতে হয়।'

English summary
Rahul Gandhi went to Rajasthan's Dungarpur for election campaign in poll bound state. In his speech Rahul Gandhi suddenly called Modi as 'thief'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X