For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি বিরোধিতা মানেই দেশদ্রোহিতা নয়! ৫০৯ শব্দে মোদী-শাহ'কে অস্বস্তিতে ফেললেন আদবানি

একটি ব্লগে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি বলেছেন, প্রথমে দেশ, তারপর দল এবং সব শেষে ব্যক্তি স্বার্থ দেখতে হবে।

Google Oneindia Bengali News

লোকসভা ২০১৯-এর বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর জানা গিয়েছিল বর্ষীয়ান বিজেপি নেতা তথা ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির জায়গায় গান্ধীনগরে প্রার্থী হচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তারপর বৃহস্পতিবারই প্রথম মুখ খুললেন আদবানি। না কোনও বক্তৃতা নয়, ৫০৯ শব্দের এক ব্লগে অস্বস্তি বাড়ালেন মোদী-শাহ জুটির।

বিজেপি বিরোধিতা মানেই দেশদ্রোহিতা নয়, বললেন আদবানি

অনেক টা ঝি-কে মেরে বৌ সশেকানোর মতো করে, বিজেপির প্রতিষ্ঠা দিবসের দুদিন আগে এই ব্লগে, একেবারে শীরোনাম থেকে বিষয়বস্তু, সবেতেই দলীয় কর্মীদের সঙ্গে নিজের রাজনৈতিক অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মোড়কে নরেন্দ্র মোদী-অমিত শাহ'র নেতৃত্বকেই ঠুকলেন বর্ষীয়ান এই বিজেপি নেতা - এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

এদিন তিনি ব্লগে লেখেন, এটাই বিজেপির কর্মীদের দলের অতীত, ভবিষ্যত ও বর্তমানের দিকে তাকানোর উথকষ্ট সময়। ২০১৪-এর পর ২০১৯ সালেও বিজেপি লোক সভা ভোটে লড়ছে মোদীর নেতৃত্বকে সামনে রেখে। দলের থেকেও মোদীর নেতৃত্বকেই বেশি বাড়িয়ে দেখানো হচ্ছে। আদবানি কিন্তু সাফ জানিয়েছেন, বিজেপির কর্মীদের সবার আগে দেখতে হবে, দেশের স্বার্থ। তারপর পার্টির স্বার্থ। সবশেষে ব্যক্তি স্বার্থ।

মোদীর বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ মোদী হিন্দুত্ব ও ভারতীয়ত্বকে গুলিয়ে দিতে চাইছেন। বিজেপি-র বিরোধিতা করলেই তাকে দেশদ্রোহীর তকমা এঁটে দেওয়া হচ্ছে। আদবানিসাফ জানিয়েছেন, বিজেপির সঙ্গে যাদের রাজনৈতিক বিরোধ র তাদের কখনও বিজেপি শত্রু বলে ভাবেনি। তাদের দেশদ্রোহী বলে মনে করেনি। বিজেপি বিরোধিতা মানেই দেশদ্রোহিতা নয়।

বিজেপির প্রতিষ্ঠা দিবকে সামনে রেখে আদবানি এই ব্লগ প্রকাশ করলেও লোকসভা ভোটের আগে এতে করে বিরোধীদের হাতে বড় অস্ত্র এসে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। বস্তুত, আদবানিরস এই ব্লগ সামনে আসতেই তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় এই অস্ত্রকে কাজে লাগাতে দেরী করেননি।

English summary
In a blog veteran BJP leader Lal Krishna Advani said to the party workers to put 'nation first, party next, and self last.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X