For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার পর পুদুচেরিতে নির্বাচনে ঝড় তুললেন মোদী, উঠল স্বাস্থ্যখাতে বিনিয়োগ প্রসঙ্গ

বাংলার পর পুদুচেরিতে নির্বাচনে ঝড় তুললেন মোদী, উঠল স্বাস্থ্যখাতে বিনিয়োগ প্রসঙ্গ

  • |
Google Oneindia Bengali News

বাংলার পর এবার পুদুচেরির বুকে পা রাখে ফর একবার প্রচারে ঝড় তুললেন মোদী। এদিন পুদুচেরির জওহরলাল ইনস্টিটিউট অফ পেস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদী। এছাড়াও সেখানে একাধিক সভায় প্রচারের ঝড় তোলেন তিনি।

স্বাস্থ্যখাতে বিনিয়োগ

স্বাস্থ্যখাতে বিনিয়োগ

এদিন মোদী বলেন, যেদেশগুলি স্বাস্থ্যখাতে বহু বিনিয়োগ করে, তাদের উন্নতি অবিশ্যম্ভাবী। তিনি বলেন, আগামী দিনে স্বাস্থ্যই হচ্ছে এমন একটি সেক্টর যা বজড ভূমিকা পালন করবে। এদিন পুদুচেরিতে ২৮ কোটি টাকা বাজেটের ব্লাড সেন্টার উদ্বোধন করেন মোদী।

দক্ষিণাত্যে তামিল কবির লেখা উদ্ধৃত

দক্ষিণাত্যে তামিল কবির লেখা উদ্ধৃত

প্রসঙ্গত, বাংলার বুকে ভোট প্রচারে এসে মোদী বহুবার বাংলায় ভাষণ দিয়েছেন। বিহারের ভোট প্রচারে তাঁর মুখে ভোজপুরী শোনা গিয়েছে। এবার দাক্ষিণাত্যে ভোট প্রচারে গিয়ে মোদী তামিল এক কবির লেখা লাইন তুলে ধরেন। সেই লেখার মর্মার্থ,'ভালো স্বাস্থ্য ব্যবস্থার জন্য ভালো প্রফেশনাল প্রয়োজন।'

প্রচারে ঝড়

প্রচারে ঝড়

এদিন মোদী কার্যত পুদুচেরির বুকে প্রচারে ঝড় তুলেছেন। কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে মোদী বলেন, পুদুচেরিতে কংগ্রেস জোটের সরকার কেবলমাত্র কংগ্রেসের হাইকমান্ডের কথা শুনেছে।

বিভেদ ঘটাচ্ছে কংগ্রেস

বিভেদ ঘটাচ্ছে কংগ্রেস

এদিন পুদুচেরির বুকে কংগ্রেসের বিরুদ্ধে হাতিয়ার আরও ধারালো করে, মোদী বলেন,ঔপনিবেশিক সময়ে ভাঙনের রাজনীতি চলত। কংগ্রেস মিথ্যার হাত ধরে সেই ভাঙনের রাজনীতি করছে। তিনি বলেন, 'কখনও নেতারা (কংগ্রেসের) এলাকার বিরুদ্ধে অন্য এলাকাকে রাখেন, কখনও এখ সম্প্রদায়ের বিরুদ্ধে অন্য সম্প্রদায়কে রাখেন।'

মমতা প্রশাসনের পদক্ষেপ নিয়ে ফুঁসছে মিম, আসাদের সভা বাতিল হতেই কীসের ইঙ্গিতমমতা প্রশাসনের পদক্ষেপ নিয়ে ফুঁসছে মিম, আসাদের সভা বাতিল হতেই কীসের ইঙ্গিত

English summary
Puducherry Assembly Election 2021, Narendra Modi talks about Health care sector
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X