For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই কাপুরুষ! চিদাম্বরমের পাশে দাঁড়িয়ে সত্যের জন্য লড়াইয়ের বার্তা প্রিয়াঙ্কার

আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারি মামলায় সিবিআইয়ের ভূমিকার কঠোর সমালোচনা করে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারি মামলায় সিবিআইয়ের ভূমিকার কঠোর সমালোচনা করে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, সিবিআই কাপুরুষের মতো আচরণ করছে। আমরা সবাই চিদাম্বরমজির পাশে আছি। ফল যাই হোক সত্যের জন্য আমাদের এই লড়াই চলছে, চলবে।

সিবিআই কাপুরুষ! আইএনএক্স মামলায় চিদাম্বরমের পাশে প্রিয়াঙ্কা

মঙ্গলবার টুইট করে প্রিয়াঙ্কা গান্ধী এই লড়াইয়ে প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ চিদাম্বরমের পাশে থাকার বার্তা দেন। তিনি বলেন, কংগ্রেসের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করতেই এইভাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে লেলিয়ে দেওয়া হচ্ছে। এর জবাব দেবে মানুষ। মানুষকে নিয়েই আমরা লড়াই চালিয়ে যাব।

মঙ্গলবার দিল্লি হাইকোর্টে চিদাম্বরমের অন্তর্বর্তী জামিন খারিজ হয়ে যাওয়ার পর তাঁকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে সিবিআই। বাড়িতে হানা দেয় দফায় দফায়। শেষপর্যন্ত চিদাম্বরমের খোঁজ না পেয়ে বাড়ির বাইরে নোটিশ দিয়ে যায় সিবিআইয়ের দল। ওই নোটিশ প্রসঙ্গে চিদাম্বরমের আইজীবী লেখেন, যে নোটিশের অধীনে চিদম্বরমজিকে দু-ঘণ্টার মধ্যে হাজিরা দেওয়ার নোটিশ জারি করা হয়েছে, তা আইনের বিধান উল্লেখ করতে ব্যর্থ হয়েছে। তিনি সুপ্রিম কোর্টের শুনানি না হওয়া পর্যন্ত অপেক্ষার আর্জি জানান।

তারপরও সেই অনুরোধকে উপেক্ষা করে বুধবার সকালে তদন্তকারী দল হানা দেয় চিদাম্বরমের দিল্লির বাড়িতে। এদিকে চিদাম্বরম গা ঢাকা দিয়ে রয়েছেন অন্যত্র। তাঁর ফোন সুইচড অফ। তিনি অপেক্ষা করছেন সুপ্রিম কোর্ট কী রায় দেয়। উল্লেখ্য, এদিন সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টে তাঁর মামলার শুনানি রয়েছে।

দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন খারিজ হয়ে যাওয়ার পরই তিনি সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করেন। সেই পিটিশনের শুনানিতে চিদাম্বরমের হয়ে সুপ্রিম কোর্টে লড়বেন তিন দুঁদে আইনজীবী। কপিল সিব্বল, অভিষক মনু সিংভি ও সলমন খুরশিদ সওয়াল করবেন চিদাম্বরমের হয়ে।

English summary
Priyanka Gandhi stands for Chidambaram in INX media case. She criticizes CBI’s role on Chidambaram's issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X