For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগের সরকারের জমানায় চরম খারাপ অবস্থায় ছিল কৃষকরা, কিষাণ সম্মান সম্মেলন এসে কংগ্রেসকে আক্রমণ মোদীর

Array

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দু দিনের কিষাণ সম্মান সম্মেলন ২০২২ - উদ্বোধন করলেন। এই সম্মেলন তিনি উদ্বোধন করেন দিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইন্স্টিটিউটে। এই অনুষ্ঠানে এসে তিনি বলেন যে, ২০১৪ সালের আগে কৃষকদের অবস্থা চরম খারাপ ছিল। সেই সময়ের কথা তাঁরা ভুলে যাবেন না। কৃষকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।

কী বলেন প্রধানমন্ত্রী ?

কী বলেন প্রধানমন্ত্রী ?

তিনি বলেন কংগ্রেসের উপর আক্রমন করে বলেন তাঁর সরকার ইউরিয়া তৈরির জন্য প্ল্যান্ট তৈরি করেছে। কিন্তু আগের সরকারের নিজ স্বার্থ সিদ্ধির জন্য ভেবেছে। তাই এই ইউরিয়ার জন্য শুধুমাত্র আমদানির উপর নির্ভর করতে হত। তিনি বলেন, "প্রধানমন্ত্রী কিসান যোজনার ১২তম ভাগে দেশের সমস্ত কৃষকদের কাছে মোট ১৬ হাজার কোটি টাকা পাঠিয়ে দিয়েছে সরকার। ওয়ান নেশন ওয়ান ফারটিলাইজার স্কিম কৃষকদের অনেক কম খরচে অনেক ভালো শস্য ফলাতে সাহায্য করবে।


প্রধানমন্ত্রী ভারতীয় জন উর্বরক যোজনার উদ্বোধন করেন। এরপর তিনি বলেন এখন আর কৃষকদের একাধিক ইউরিয়া বিক্রি করে সমস্যায় ফেলতে পারবে না। একটাই ইউরিয়া সার কৃষকদের কাছে যাবে এবং সেটা সের মানের হবে।"

ফলনে বৃদ্ধি

ফলনে বৃদ্ধি

এটা ফলনে বৃদ্ধি ঘটাবে। কৃষকদের চাষ করতে উদ্বুদ্ধ করবে। কারন এই পদ্ধতিতে চাষের টেকনলজি এবং মানে অনেক পরিবর্তন আসবে। ভারত বিশ্বে কৃষিতে শীঘ্রই সেরা হয়ে উঠবে। আর সেটা ভারতের জন্য খুব ভালো হবে আগামি দিনে।

অনুষ্ঠানে যোগ

অনুষ্ঠানে যোগ

এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশের ১৩হাজার ৫০০ কৃষক এবং ১৫০০ কৃষি উদ্যোগপতিরা। পিএমও জানিয়েছে যে প্রধানমন্ত্রী জন উর্বরক পরিযোজনা স্কিম রিটেল দোকানগুলিতে ধীরে ধীরে পৌঁছে যাবে। তারপর তা সারে তি লক্ষ ফারতিলাইজার দোকানে পৌঁছে যাবে।

 ইউরিয়া

ইউরিয়া

ইউরিয়া বিভিন্ন ধরনের আবাদী জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। জমিতে নাইট্রোজেন এর পরিমাণ বাড়ানোর কাজে সাহায্য করে। জমিকে উর্বর করতে সাহায্য করে। প্লাস্টিক, আঠা জাতীয় পদার্থ প্রস্তুতিতে এটি ব্যাবহার করা হয়। ইউরিয়া পশুদের দেহে নাইট্রোজেনবিশিষ্ট যৌগসমূহের বিপাক প্রক্রিয়াতে ইউরিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্তন্যপায়ী প্রাণীদের মূত্রে নাইট্রোজেনধারী যৌগের মধ্যে ইউরিয়া প্রধান। ইউরিয়া কঠিন, বর্ণহীন, গন্ধহীন, ক্ষারধর্মী নয়, অম্লধর্মী নয়, পানিতে অতি সহজে দ্রাব্য এবং তুলনামূলকভাবে অবিষাক্ত। এ কারণে নাইট্রোজেনের উৎস হিসেবে এটিকে ব্যাপকভাবে সারে ব্যবহার করা হয়। এছাড়া রাসায়নিক শিল্পে ইউরিয়াকে একটি গুরুত্বপূর্ণ ফিডস্টক হিসেবে ব্যবহার করা হয়। যেহেতু চাষের কাছে তা সার হিসাবে ব্যবহার করা হয় তাই এর গুরুত্ব আরও বেশি।

ধর্ষণের হুমকির পর এবার বাড়িতে হামলা, পুলিশে অভিযোগ দায়ের দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সনের ধর্ষণের হুমকির পর এবার বাড়িতে হামলা, পুলিশে অভিযোগ দায়ের দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সনের

English summary
modi attacks congress on fertilizing issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X