
Presidential election 2022: 'গণতন্ত্র রক্ষা করতে আমায় ভোট দিন', শেষ মুহূর্তের ভোটবার্তা যশবন্তের
'গণতন্ত্র রক্ষা করতে আমায় ভোট দিন'। সোমবার রাষ্ট্রপতি িনর্বাচন শুরুর ঠিক আগে শেষ বার্তা দিলেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা। প্রসঙ্গত উল্লেখ্য বিরোধীরাও তাঁর জয়ের সম্ভাবনা নিয়ে দ্বিধাগ্রস্ত। ক্রস ভোটিংয়র আশঙ্কা রয়েছে। তাই িনজেই িনজের সমর্থনে প্রচার করলেন যশবন্ত সিনহা।

শেষ মুহূর্তের বার্তা
রাষ্ট্রপতি নির্বাচন শুরুর ঠিক পরেই আবারও বার্তা দিলেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা। তিনি বলেছেন গণতন্ত্র রক্ষা করতে তাঁকে নির্বাচিত করা অত্যন্ত জরুরি। সেকারণেই বারবার তাঁকে ভোটদােনর আর্জি জািনয়েছেন যশবন্ত সিনহা। প্রসঙ্গত উল্লেখ্য গতকালও তিনি টুইটে বার্তা দিয়েছিলেন। টুইটে দ্রৌপদী মুর্মুকে িনশানা করে যশবন্ত সিনহা লিখেছিলেন, দ্রৌপদী মুর্মু তাঁদের প্রতিিনধি যাঁরা প্রতিিনয়ত গণতন্ত্রকে হনন করে চলেছেন। দেশের ধর্মনিরপেক্ষতার উপর প্রতিিনয়ত আঘাত হানার চেষ্টা করছে তারা।

ভোট শুরু
সোমবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে রাষ্ট্রপতি িনর্বাচন। বাদল অধিবেশন শুরুর দিনেই রাষ্ট্রপতি িনর্বাচন ঘিরে জমজমাট সংসদ চত্ত্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সংসদে ভোটদান করেন। অন্যদিকে সব রাজ্যের বিধানসভা গুলিতেও শুরু হয়ে গিয়েছে ভোট দান। একে একে ভোট দিয়েছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিধায়করা।

ক্রস ভোটিংয়ের শঙ্কা
আগেই বঙ্গে ক্রস ভোটিংয়ের শঙ্কা প্রকাশ করেছিলে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিিন বলেছিলেন টিএমসির অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন। দিলীপের সেই বার্তা সত্যি হল। ক্রস ভোটিং করেছে টিএমসির দুই সাংসদ। তবে ক্রস ভোটিং যে বঙ্গ বিজেপিতেও হবে সেটা বোধহয় তিিন আঁচ করতে পারেননি। টিএমসির এক বর্ষিয়ান েনতা দাবি করেছেন ৭ বিজেপি বিধায়ক ক্রস ভোটিং করেছেন। অর্থাৎ তাঁরা দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন।

এগিয়ে দ্রৌপদী মুর্মু
এদিকে ভোটের অঙ্কে প্রথম থেকে অনেকটাই এগিয়ে ছিলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। ভোটের দিেনও অনেকটাই এগিয়ে গিয়েছেন তিনি। বেলা যত গড়াচ্ছে ভোটের অঙ্ক বাড়ছে দ্রৌপদী মুর্মুর। টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন বিজেপির রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনাটা বেশি। সেই দিকেই ভোটের ফলাফল এগোচ্ছে বলে মনে হচ্ছে।
Presidential election 2022: ৭ বিজেপি বিধায়ক ক্রস ভোটিং করেছেন, দাবি তৃণমূল নেতার