For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঐক্যে ফাটল! কংগ্রেস-এনসিপি বিধায়কদের ক্রস ভোটিংয়ে সিঁদুরে মেঘ দেখছে বিরোধী শিবির

ঐক্যে ফাটল! কংগ্রেস-এনসিপি বিধায়কদের ক্রস ভোটিংয়ে সিঁদুরে মেঘ দেখছে বিরোধী শিবির

Google Oneindia Bengali News

টান টান উত্তেজনায় শেষ হল রাষ্ট্রপতি নির্বাচন। ভোট পড়েছে ৯৯ শতাংশ। নির্ধারিত সময়ের ১ ঘণ্টা আগই শেষ হয়েছে ভোট গ্রহন। একাধিক জায়গা থেকে এসেছে ক্রস ভোটিংয়ের অভিযোগ। একদিকে যখন রাহুল-সোনিয়া ভোট দিচ্ছেন সংসদে তখন অভিযোগ আসতে শুরু করেছে ওড়িশার কংগ্রেস বিধায়ক ভোট দিয়েছেন দ্রৌপদী মুর্মুক। আপরদিকে আবার খবর এসেছে মহারাষ্ট্রের এনসিপি বিধায়ক ভোট দিয়েছেন দ্রৌপদী মুর্মুকে।

ভোট পড়ল ৯৯ শতাংশ

ভোট পড়ল ৯৯ শতাংশ

সকাল ১০টা থেকে শুরু হয়েছিল ভোট গ্রহন প্রক্রিয়া। সংসদে বাদল অধিবেশনের প্রথম দিেনই বড় ঘটনা রাষ্ট্রপতি িনর্বাচন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও ভোট দিয়েছেন। হুইল চেয়ারে বসে সংসদ ভবনে এসে ভোট দেন তিিন। অন্যদিকে সব রাজ্যের বিধানসভাতেও হয়েছে ভোট গ্রহন। পিপিই পরেই ভোট দিয়েছেন তামিলনাড়ুর করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনিরসেলভান। দিেনর শেষে ভোট পড়েছে ৯৯ শতাংশ। ২১ জুলাই ফলাফল প্রকাশ।

ক্রস ভোটিং

ক্রস ভোটিং

রাষ্ট্রপতি িনর্বাচনে একাধিক রাজ্য থেকে ক্রস ভোটিংয়ের অভিযোগ এসেছে। ওড়িশার কংগ্রেস বিধায়ক মহম্মদ মুকিম ভোট দিয়েছেন দ্রৌপদী মুর্মুকে। তিিন িনজেই জািনয়েছেন সেকথা। কংগ্রেস বিধায়ক বলেছেন, 'আমি কংগ্রেসের বিধায়ত কিন্তু ভোট দিয়েছি এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে। এটা আমার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার মন যা বলেছে আমি তাই করেছি। আমার মন বলেছে আমার মাটির জন্য কিছু করা উচিত সেকারণেই আমি দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছি।' প্রসঙ্গত উল্লেখ্য দ্রৌপদী মুর্মু ওড়িশার আদিবাসী েনত্রী। সেকারণে বিজেডিও তাঁকে সমর্থন জানিয়েছে।

এনসিপি বিধায়ক ভোট দিলেন দ্রৌপদী মুর্মুকে

এনসিপি বিধায়ক ভোট দিলেন দ্রৌপদী মুর্মুকে

শুধু কংগ্রেস বিধায়ক নন মহারাষ্ট্রের এনসিপি বিধায়ক কান্ধাল এস জাদেজাও ভোট দিয়েছেন দ্রৌপদী মুর্মুকে। সেই সঙ্গে সমাজবাদী পার্টির বিধায়কও ভোট দিয়েছেন দ্রৌপদী মুর্মুকে। সমাজবাদী পার্টির েনতা শিবপাল সিং দাবি করেছেন যে সত্যিকারে সমাজবাদী পার্টির েনতা তিনি কোনও দিন যশবন্ত সিনহাকে ভোট দেবেন না। কারণ যশবন্ত সিনহা মুলায়ম সিং যাদবকে একটা সময়ে আইএসআই এজেন্ট বলেছিলেন।

বিরোধী ঐক্যে ফাটল

বিরোধী ঐক্যে ফাটল

রাষ্ট্রপতি নির্বাচনে অনেকটা প্রকাশ্যে এসে পড়েছে বিরোধী ঐক্যের ফাটল। একাধিক বিরোধী দলের বিধায়কের এনডিএ প্রার্থীকে সমর্থন করা। উপরাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে অনেক জল্পনা শুরু হয়ে গিয়েছে। ২০২৪-র লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যে ফাটল ধরাতে এক প্রকার সফল হয়েছে বিজেপি। সেটা প্রকট হয়ে গেল রাষ্ট্রপতি নির্বাচনে।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, কত ভোট পড়ল দ্রৌপদী বনাম যশবন্তের লড়াইয়েরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, কত ভোট পড়ল দ্রৌপদী বনাম যশবন্তের লড়াইয়ে

English summary
Presidential election 2022: Congress and NCP MLAs Cross voting may effect oppsition unity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X