For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্রুততম অর্থনীতির দেশ ভারত! রাষ্ট্রপতি মুর্মুর বক্তব্যে, G-20 সম্মেলন থেকে মহিলা ক্ষমতায়নের কথা

প্রজাতন্ত্র দিবসের প্রাককালে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একাধিক ইস্যুতে কথা বললেন তিনি। এক নজরে কি বললেন তিনি?

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। আর এর আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যেখানে ভারতের সংবিধান থেকে দেশের অর্থনীতি, সবকিছুই জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, কীভাবে ভারত ঘুরে দাঁড়াল সেই কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। এমনকি জি-২০ সম্মেলনের কথাও দেশের মানুষের সামনে তুলে ধরেছেন তিনি।

দ্রুততম অর্থনীতির দেশ ভারত!

রাষ্ট্রপতি মুর্মু বলেন, বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের কাছে গোটা দেশ সবসময় ঋণী থাকবে। ভারতের সংবিধান অন্য অনেক দেশকে অনুপ্রাণিত করেছে বলেও মন্তব্য তাঁর।

এদিন রাষ্ট্রপতি একাধিক ইস্যুতে কথা বলেন। তিনি জানান, ভারত দরিদ্র এবং নিরক্ষর জাতির মর্যাদা থেকে বিশ্বমঞ্চে একটি আত্মবিশ্বাসী দেশ হিসাবে উঠে এসেছে। এক্ষেত্রে সংবিধান-প্রনেতাদের কথা বলছেন রাষ্ট্রপতি। তাঁদের দিন নির্দেশনার জন্যেই ভারতের এহেন উন্নতি বলেও মত।

ভারতীয় অর্থনীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু বলছেন, গত বছর বিশ্বের অন্যতম বড় অর্থব্যবস্থার দেশ হিসাবে পাঁচ নম্বর জায়গাতে উঠে এসেছে ভারত। এমনকি দ্রুতগতিতে অর্থনীতির বিকাশ ঘটছে বলেও মত রাষ্ট্রপতির। গোটা বিশ্ব যখন অর্থনৈতিক টালবাহানার মধ্যে ছিল সেই সময়ে অর্থ ব্যবস্থায় এমন অর্জন বলেও মত তাঁর।

অন্যদিকে জাতীয় শিক্ষা নীতি নিয়েও দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জাতীয় শিক্ষা নীতি কীভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে বদলে কাজ করছে সেই কথা তুলে ধরেন তিনি। বিজ্ঞান এবং প্রযুক্তিতেও ভারত কীভাবে এগিয়ে যাচ্ছে সেই কথাও তুলে ধরেছেন এদিন রাষ্ট্রপতি। মহাকাশ গবেষণাতেও ভারতের উন্নতির কথা শোনা গিয়েছে এদিন দ্রৌপদী মুর্মুর ভাষণে। গগনায়ন সহ একাধিক বিষয় উল্লেখ করেছেন তিনি।

পাশাপাশি মহিলা ক্ষমতায়ণের কথাও দেশবাসীর উদ্দেশ্যে রাষ্ট্রপতির দেওয়া ভাষণে স্থান পেয়েছে। মহিলা এবং পুরুষ সমান অধিকার আজ শুধুই শ্লোগান নয়, আগামীদিনে ভারত গঠনে আরও বেশি করে মহিলাদের যোগদান দেশকে শক্তিশালী করবে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়াও উপজাতিরা কীভাবে দেশ গঠনে নানাভাবে সাহায্য করে থাকে সেই কথাও তুলে ধরেছেন তিনি

oন্যদিকে G20- এর কথাও এদিন দেশবাসীর সামনে তুলে ধরেছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ভারতের গণতন্ত্রকে তুলে ধরার ক্ষেত্রে এটি বড় সুযোগ। রাষ্ট্রপতির মতে, পৃথিবীর ভবিষ্যৎ কোন পথে আরও উজ্জ্বল হবে তা বিবেচনা করার অন্যতম ফোরাম এই জি-২০!

তবে ভারতের সভাপতিত্বে জি-২০ প্রতিনিধিরা পৃথিবীকে আরও বেশি করে বাসযোগ্য করার পথে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন রাষ্ট্রপতি মুর্মু।

English summary
President draupadi murmu speech on the eve of the republic Day, talks about women empowerment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X