For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলিত দুই বোনকে ধর্ষণের পর শ্বাসরোধ করেই খুন, লখিমপুরের ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট

দলিত দুই বোনকে ধর্ষণের পর শ্বাসরোধ করেই খুন, লখিমপুরের ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট

Google Oneindia Bengali News

বুধবার উত্তরপ্রদেশের লখিমপুর জেলায় একটি আখের ক্ষেতে ঝুলন্ত অবস্থায় দলিত দুই বোনের দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তি পুলিশ ইতিমধ্যে ছয় জনকে গ্রেফতার করেছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, দলিত দুই বোনকে প্রথমে ধর্ষণ করা হয়। তারপরে তাঁদের শ্বাসরোধ করে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়।

টেনে নিয়ে যাওয়া হয় দুই বোনকে

টেনে নিয়ে যাওয়া হয় দুই বোনকে

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় দুই দলিত নাবালিকাকে লখিমপুর খেরি জেলার নিঘাসন থানার সীমানা এলাকায় একটি খেতের ধারে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ সূত্রের খবর, দুই নাবালিকার বাড়ি থেকে ক্ষেতটি প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত। দুই বোনের দেহ উদ্ধার হওয়ার পরেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা অভিযোগ করতে শুরু করেন এই দুই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। দুই বোনের মা নিঘাসন থানার অন্তর্গত নিগড় গ্রামের তিন যুবকের বিরুদ্ধে অপহরণের পর ধর্ষণ ও খুনের অভিযোগ নিয়ে আসে। দুই বোনের মা অভিযোগ করেন, তাঁর মেয়েদের অভিযুক্তরা টেনে হিঁচড়ে নিয়ে যায়। পুলিশ তদন্ত নেমে ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে ছয় জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

পরিচিত ছিলেন অভিযুক্তরা

পরিচিত ছিলেন অভিযুক্তরা

লখিমপুর খেরির পুলিশ সুপার (এসপি) সঞ্জীব সুমন বৃহস্পতিবার জানিয়েছেন, এই মামলায় ছোটু, জুনায়েদ, সোহেল, হাফিজুল, করিমুদ্দিন এবং আরিফ নামে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এনকাউন্টারে জুনায়েদকে পুলিশ আটক করে। এনকাউন্টারের সময় পুলিশের গুলি জুনায়েদের পায়ে লাগে। জানা গিয়েছে, অভিযুক্তদের সঙ্গে নির্যাতিতাদের বন্ধুত্ব ছিল। সঞ্জীব সুমন জানিয়েছেন, দলিত দুই বোনকে প্রথমে আখের চাষের একটি ক্ষেতে নিয়ে যাওয় হয়। সেখানেই সোহেল ও জুনায়েদ দুই নাবালিকাকে ধর্ষণ করে। অভিযুক্তদের দুই তরুণী বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। সেই সময় সোহেল, হাফিজুল ও জুনায়েদ তাদের শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তারা করিমুদ্দিন ও আরিফকে ডেকে এনে দুই তরুণীকে গাছের সঙ্গে ঝুলিয়ে দেয়। আত্মহত্যার তত্ত্ব প্রমাণ করতে চায়।

প্রতিবেশী সূত্রে বন্ধুত্ব

প্রতিবেশী সূত্রে বন্ধুত্ব

লখিমপুর খেরির পুলিশ সুপার জানিয়েছেন, ছোটু ছাড়া অভিযুক্তরা সকলেই লালপুর গ্রামের বাসিন্দা। এই ছোটুর সঙ্গে দুই নাবালিকার আগে থেকে বন্ধুত্ব ছিল। ছোটুই বাকিদের সঙ্গে দুই তরুণীর পরিচয় করিয়ে দেয় বলে তদন্তে জানা গিয়েছে। বুধবার সন্ধ্যায় লখিমপুরের নিঘাসন থানার অন্তর্গত লালপুর মাজরা তামোলি পূর্ব গ্রামের একটি ক্ষেতে দুই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

ন্যায় বিচারের আশ্বাস

ন্যায় বিচারের আশ্বাস

উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী দলিত দুই বোনকে ধর্ষণ করে খুনের ঘটনায় ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী রাজেশ পাঠক সংবাদিকদের মুখোমুখি হয়ে দলিত মেয়েরা বিচার পাবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি তিনি বলেন, অপরাধীদের এমন শাস্তি দেওয়া হবে, ভবিষ্যতে এই ধরনের অপরাধ করতে গেলে যে কোনও মানুষ ভয় পাবে। তিনি বলেন, দ্রুত ন্যায় বিচার পাবেন দলিত মেয়েরা। আদালতের ওপর তাঁর আস্থা রয়েছে।

SSC নিয়োগ দুর্ণীতি কাণ্ডে গ্রেফতার কল্যাণময় বন্দ্যোপাধ্যায়, CBI জেরার পর গ্রেফতারSSC নিয়োগ দুর্ণীতি কাণ্ডে গ্রেফতার কল্যাণময় বন্দ্যোপাধ্যায়, CBI জেরার পর গ্রেফতার

English summary
Post mortem report claims that two Dalit sisters were strangled to death after being raped in Lakhimpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X