For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিনামূ্ল্যে রেশন আরও ৮০ কোটি মানুষকে, জাতীয় খাদ্য নিরাপত্তায় সিদ্ধান্ত মন্ত্রিসভার

জাতীয় খাদ্য নিরাপত্তার অধীনে করোনার সময়কাল থেকে বিনামূ্ল্যে রেশন দিয়ে আসা হয়্ছে দেশের একটা বড় অংশের মানুষকে। এবার আরও ৮০ কোটি মানুষকে খাদ্য নিরাপত্তায় যুক্ত করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

Google Oneindia Bengali News

জাতীয় খাদ্য নিরাপত্তার অধীনে করোনার সময়কাল থেকে বিনামূ্ল্যে রেশন দিয়ে আসা হয়্ছে দেশের একটা বড় অংশের মানুষকে। এবার আরও ৮০ কোটি মানুষকে খাদ্য নিরাপত্তায় যুক্ত করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

বিনামূ্ল্যে রেশন আরও ৮০ কোটি মানুষকে, সিদ্ধান্ত মন্ত্রিসভার

কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। তা যাতে আরও বেশিসংখ্যক মানুষ পান সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশনের আওতাভুক্ত করতে। এ জন্য ২ লক্ষ কোটি টাকা খরচ হবে। সরকারকে এই খরচ বহন করতে হবে।

শুক্রবার ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের বা জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে এক বছরের জন্য ৮১.৩ কোটি মানুষকে বিনামূল্যে রেশন বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পাযুষ গোয়েল এই মর্মে জানিয়েছে, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনে সরকার বর্তমানে ২-৩ টাকায় প্রতি মাসে ৫ কোটি খা্দ্যশস্য সরবরাহ করছে। অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় থাকা পরিবারগুলে প্রতি মাসে ৩৫ কেজি খাদ্যশস্য পায়।

এই জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে প্রতি কেজি তিন টাকা দরে চাল এবং ২ টাকা কেজি দরে গম বিতরণ করা হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পীযুষ গোয়েল বলেন. কেন্দ্রীয় জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে সম্পূর্ণ বিনামূল্যে রেশন সরবরাহের সম্পূর্ণ ব্যয় বহন করবে। এর ফলে কেন্দ্রীয় রাজকোষে বার্ষিক ব্যায় প্রায় ২ লক্ষ কোটি টাকা হবে বলে মন্ত্রক অনুমান করছে বলে তিনি জানিয়েছেন।

ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন প্রকল্পের অধীন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ৩১ ডিসেম্বর সেই মেয়াদ শেষ হতে চলেছে। পিএমজিকেএওয়াই-এর অধীনে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় থাকা ৮১.৩৫ কোটি উপকারভোদীকে প্রতি মাসে পাঁচ কেজি রেশন বিনামূল্যে বিতরণ করা হবে। মন্ত্রী আরও জানানা. এটি জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে উচ্চ ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের মাসিক বন্টনের থেকেও বেশি।

কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে দেশের দরিদ্রশ্রেণির মানুষের জন্য বিশেষ উপহার বলে অভিহিত করেছেন খাদ্যমন্ত্রী পীযুষ গোয়েল। তিনি বলেন, ৮১ কোটিরও বেশি মানুষ এখন জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে বিনামূল্য রেশন পাবেন। এটা তাঁদের কাছে বছর শেষে উপহার স্বরূপ গণ্য হচ্ছে।

English summary
Piyush Goyal announces more 80 crore people will get free ration under National food security Act.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X