For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে আর বাধ্যতামূলক নয় পদার্থবিজ্ঞান-গণিত, জানাচ্ছে বোর্ড

প্ৰযুক্তিবিদ্যায় স্নাতকে ভর্তির জন্য দরকারি নয় পদার্থবিজ্ঞান বা গণিত

  • |
Google Oneindia Bengali News

করোনার প্যাঁচে পড়ে নাগরিকজীবন বর্তমানে নিউ-নর্মালের আওতায়। অনলাইন শ্রেণীকক্ষ থেকে ডিজিটাল পরীক্ষা, পড়াশোনার সবক্ষেত্রেই এসেছে আমূল বদল। সম্প্রতি ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিবিদ্যার পাঠ্যক্রমেও এল উল্লেখযোগ্য পরিবর্তন । ২০২১-২২ থেকে বিই ও বি-টেক কোর্সে ভর্তির ক্ষেত্রে দ্বাদশ শ্রেণীতে পদার্থবিজ্ঞান ও গণিতকে ঐচ্ছিক বিষয় হিসেবে ঘোষণা করল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)।

নতুন তালিকা প্রকাশ করল এআইসিটিই

নতুন তালিকা প্রকাশ করল এআইসিটিই

বর্তমানে ইঞ্জিনিয়ারিং বা প্ৰযুক্তিবিদ্যায় স্নাতক কোর্সে ভর্তির ক্ষেত্রে দ্বাদশ শ্রেণীতে পদার্থবিজ্ঞান বা গণিত বাধ্যতামূলক থাকলেও আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে নতুন ব্যবস্থা চালু করেছে এআইসিটিই। নব প্রকাশিত তালিকানুযায়ী, পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, কম্পিউটার বিজ্ঞান, ইলেক্ট্রনিক্স, তথ্যপ্রযুক্তি, জীববিজ্ঞান, জৈব-প্ৰযুক্তি, প্ৰযুক্তি-ভোকেশনাল বিষয়, কৃষিবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ও বাণিজ্যবিদ্যা-র মধ্যে যেকোনো তিনটি বিষয় দ্বাদশ শ্রেণীতে থাকা বাধ্যতামূলক। পাশাপাশি তিনটি বিষয়ে ৪৫% নম্বর থাকাও আবশ্যিক করেছে এআইসিটিই।

গণিতকে ঐচ্ছিক করার বিরোধিতা বিশেষজ্ঞমহলে

গণিতকে ঐচ্ছিক করার বিরোধিতা বিশেষজ্ঞমহলে

প্ৰযুক্তিবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং-এ পড়ার ক্ষেত্রে গণিত যে আবশ্যিক, তা স্পষ্ট করে জানিয়েছেন শাস্ত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস বৈদ্যসুব্রহ্মনিয়ম। এআইসিটিই-র পাঠ্যক্রম অনুযায়ী, পঞ্চম সেমিস্টার পর্যন্ত উচ্চপর্যায়ের গণিত রয়েছে। স্বাভাবিকভাবেই গণিত ও পদার্থবিজ্ঞানকে ঐচ্ছিক করে দিলে ইঞ্জিনিয়ারিং কোর্সের আওতায় থাকা উচ্চপর্যায়ের সমস্যার সমাধান কি করে করবে পড়ুয়ারা, সে বিষয়ে গাঢ় হচ্ছে ধোঁয়াশা। যদিও এআইসিটিই-র চেয়ারম্যান অনিল ডি সহস্রবুদ্ধির মতে, "ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তিনটি বিষয়কে শুধুমাত্র বাধ্যতামূলক করা হয়েছে, গণিতকে কিন্তু সরাসরি বাদ দিয়ে দেওয়া হয়নি।"

 সেতু কোর্সের উপর বাড়ছে জোর

সেতু কোর্সের উপর বাড়ছে জোর

সূত্রের মতে, গণিত বা পদার্থবিজ্ঞান সম্বন্ধে না জেনেই যদি কেউ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়, তাহলে তাকে প্রথম বর্ষেই প্রচুর গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। নব শিক্ষানীতি অনুসারে বিজ্ঞান, কলা বা বাণিজ্য বিভাগ বলে আলাদা কিছু নেই। যদিও ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে যে পদার্থবিজ্ঞান বা গণিতের বিকল্প পথ নেই, তা স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞরা। সহস্রবুদ্ধির মতে, "গণিত বা পদার্থবিজ্ঞান না পড়ে ইঞ্জিনিয়ারিং করতে গেলে সেক্ষেত্রে সঠিক পথে সেতুবন্ধনী কোর্স করে নেওয়াটা বাধ্যতামূলক।" পাশাপাশি এই দুই বিষয়ের জ্ঞান ছাড়াই ইঞ্জিনিয়ার হয়ে বসলে যে গোড়াতেই গলদ থেকে যাবে, তা জানিয়েছেন মাদ্রাস বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক রিতা জন।

 ঐচ্ছিক হলেও গণিত ছাড়া অচল ইঞ্জিনিয়ারিং

ঐচ্ছিক হলেও গণিত ছাড়া অচল ইঞ্জিনিয়ারিং

ইতিপূর্বে ইঞ্জিনিয়ারিংয়ের আটটি সেমিস্টারের মধ্যে সাতটিতে গণিত পড়ানো হলেও বর্তমানে মাত্র তিন সেমিস্টারে বাধ্যতামূলক গণিত। তথ্যবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হোক বা প্ৰযুক্তিবিজ্ঞান, গণিতের জ্ঞান ছাড়া যেকোনো ক্ষেত্রেই অসফল হবে পড়ুয়ারা, এমনই মত আন্না বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ডি আরিভুদাইনাম্বির। জৈব প্ৰযুক্তি হোক বা জৈব-ইঞ্জিনিয়ারিং, গণিত না শিখলে যে ইঞ্জিনিয়ারিং শেখাটাই অসম্পূর্ণ থেকে যাবে, তা আরেকবার মনে করিয়ে দিয়েছেন স্বয়ং আন্না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম কে সুরাপ্পা।

মাননীয়াকে হারানোর চ্যালেঞ্জ, হলদিয়ায় মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীমাননীয়াকে হারানোর চ্যালেঞ্জ, হলদিয়ায় মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী

English summary
Physics-mathematics is no longer compulsory in engineering, the board said
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X