For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের সময় অশোক গেহলেটর ‘চিরকুট’ প্রকাশ্যে, অস্বস্তিতে কংগ্রেস

সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের সময় অশোক গেহলেটর ‘চিরকুট’ প্রকাশ্যে, অস্বস্তিতে কংগ্রেস

Google Oneindia Bengali News

অশোক গেহলেট কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই রাজস্থান কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে। কংগ্রেসের প্রায় ৯০ জন বিধায়ক সচিন পাইলটকে রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে। তীব্র রাজনৈতিক জটিলতার মধ্যেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট কংগ্রেসের অভ্যন্তরীণ সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন। তারপরেই তিনি সভাপতি নির্বাচন থেকে সরে আসে। কিন্তু সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে তিনি কী কী বিষয়ে আলোচনা করবেন, তার একটা তালিকা প্রকাশ পেয়েছে। সেই তালিকা প্রকাশ পেতেই অশোক গেহলটের অস্বস্তি যে বেড়েছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে এই বিষয়ে কংগ্রেস বা অশোক গেহলট কোনও মন্তব্য করেননি।

অশোক গেহলটের ‘চিরকুট’ প্রকাশ

অশোক গেহলটের ‘চিরকুট’ প্রকাশ

মালায়ালা মনোরমার ফটোগ্রাফার জে সুরেশ সেই তালিকার ছবি তুলেছেন। মনে করা হচ্ছে, সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা করার জন্যই অশোক গেহলট ওই তালিকা বৈঠকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই তালিকাতে একটু দৃষ্টিপাত করলে অশোক গেহলটের অস্বস্তি বাড়ে বই কমে না। সেখানে তিনি তাঁর কনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী সচিন পাইলটের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ লিপিবদ্ধ করেছিলেন। সেখানে ছিল, অশোক গেহলট যদি সর্বভারতীয় কংগ্রেসকে নেতৃত্ব দিতে চলে যান এবং সচিন পাইলট যদি মুখ্যমন্ত্রী হন, সেক্ষেত্রে পরিস্থিতি ভয়ঙ্কর হবে। সচিন পাইলট বিধায়কদের বিদ্রোহ সামাল দিতে পারবেন না।

সচিন পাইলট ‘চিরকুটে’ এসপি!

সচিন পাইলট ‘চিরকুটে’ এসপি!

অশোক গেহলট নিজের তালিকাতে সচিন পাইলটকে সম্ভবত এসপি বলে চিহ্নিত করেছেন। সেখানে তিনি লিখেছেন, সচিন পাইলটের সমর্থনে মাত্র ১৮ জন বিধায়কর রয়েছে। কিন্তু তাঁর সমর্থনে মোট ১০২ জন বিধায়ক রয়েছে। তরুণ কংগ্রেস নেতার একবার দলত্যাগের সম্ভাবনা দেখা দিয়েছিল। সেই প্রসঙ্গও তিনি তালিকাতে প্রকাশ করেন।

সচিন পাইলটের বিরুদ্ধে অভিযোগ

সচিন পাইলটের বিরুদ্ধে অভিযোগ

তালিকাতে তিনি লিখেছেন, সচিন পাইলটের একবার দল ছাড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছিল। অশোক গেহলটের নোটে লেখা রয়েছে, সচিন পাইলট প্রথম রাজ্যসভাপতি তিনি দলের সরকার পতনের চেষ্টা করেছিলেন।

বিজেপির সঙ্গে পাইলটের যোগসাজেশ!

বিজেপির সঙ্গে পাইলটের যোগসাজেশ!

সচিন পাইলটের দলত্যাগের একটা সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছিল। গেহলট অভিযোগ করেছেন, সচিন পাইলটকে বিজেপির সঙ্গে যোগসাজশে রাজ্যের দলীয় প্রধান হিসাবে রাজ্যের কংগ্রেস সরকারকে 'উৎখাত' করার চেষ্টা করার অভিযোগও করেছেন। তিনি সচিন পাইলটের বিরুদ্ধে অভিযোগ করেছেন, ১০ থেকে ৫০ কোটি টাকার প্রস্তাব দিয়ে বিধায়কদের কেনার চেষ্টা করেছিলেন বিজেপির সঙ্গে।

ক্ষমা প্রার্থণা

ক্ষমা প্রার্থণা

সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠরে অশোক গেহলট যদিও তাঁর শিবিরের বিধায়কদের বিদ্রোহের জন্য ক্ষমা প্রার্থণা করেছিলেন। তিনি বলেন, যা ঘটেছে তা খুবই দুঃখজনক, আমিও গভীরভাবে আহত। তিনি সোনিয়া গান্ধীকে বলেছিলেন, রাজনীতি সব সময় পরিবর্তন হয়। সচিন পাইলটের আগের কাজের জন্যই বিধায়করা তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাননি।

কংগ্রেসের সভাপতি নির্বাচনে 'গান্ধী পরিবারের' প্রার্থী খারগেকে সমর্থন! বিক্ষুব্ধ G-23 নেতারা নেই তারুরের পাশেকংগ্রেসের সভাপতি নির্বাচনে 'গান্ধী পরিবারের' প্রার্থী খারগেকে সমর্থন! বিক্ষুব্ধ G-23 নেতারা নেই তারুরের পাশে

English summary
A photo reveals Ashoke Gehlot’s cheat sheet for meeting Sonia Gandhi against Sachin Pailot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X