For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌গুজরাত রেল পুলিশের অ্যাপে পাকিস্তানের ট্রেনের ছবি

‌গুজরাত রেল পুলিশের অ্যাপে পাকিস্তানের ট্রেনের ছবি

Google Oneindia Bengali News

লজ্জাজনক ঘটনা ঘটল গুজরাত রেল পুলিশের সঙ্গে। যাত্রী সুরক্ষার জন্য মোবাইল অ্যাপের সূচনা করেন গুজরাত আরপিএফ। কিন্তু সেই অ্যাপে ভুলবশত পাকিস্তানের ট্রেনের ছবি দেওয়া হয়েছে।

অ্যাপে পাকিস্তানের ট্রেনের ছবি

অ্যাপে পাকিস্তানের ট্রেনের ছবি

শনিবার ‘‌সুরক্ষিত সফর'‌ নামে এই অ্যাপের সূচনার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাই প্রথম এই ভুলটি দেখায়, যেটি অ্যাপের ড্যাশবোর্ডে রয়েছে, সবুজ রঙের ইঞ্জিন সহ পাক ট্রেনের ছবি। তবে এই ভুলটি দেখার পর গুজরাত আরপিএই দ্রুততার সঙ্গে ছবিটি তুলে দেয়।

অনিচ্ছাকৃত ভুল

অনিচ্ছাকৃত ভুল

রবিবার এ প্রসঙ্গে সিআইডি-অপরাধ ও রেলের ডিআইজি গৌতম পারমার বলেন, ‘‌এই অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য অ্যাপ ডেভলপাররা এতে বেশ কিছু ট্রেনের ছবি দিয়েছিলেন। তাঁরাই অসাবধানতাবশত পাকিস্তানের ট্রেনের ছবি দিয়ে দেন। এটা দেখার পর আমরা ওই ট্রেনের ছবিটি সরিয়ে দেওয়ার জন্য বলি। এটা অনিচ্ছাকৃত ভুল।'‌

আরপিএফ অ্যাপের উপকারিতা

আরপিএফ অ্যাপের উপকারিতা

২৯ ফেব্রুয়ারি এই এই অ্যাপটির উদ্বোধন করেন গুজরাতের স্বারাষ্ট্র মন্ত্রী প্রদীপসিন জাদেজা। জরুরি প্রয়োজনে ট্রেনের যাত্রীরা এই অ্যাপের মধ্য দিয়ে গুজরাতের আরপিএফের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই অ্যাপে যাত্রীরা মাদক পাচার বা নারী পাচারের মতো ঘটনারও অভিযোগ জানাতে পারবেন। শ্লীলতাহানি, ইভ-টিজ, কামরায় অবৈধ প্রবেশ, বেআইনি ব্যবসা ও নিখোঁজ শিশু সম্পর্কেও অভিযোগ জানানো যাবে এই অ্যাপে।

English summary
The app was launched by Gujarat Minister of State for Home, Pradeepsinh Jadeja on February 29
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X