For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে সরকার গড়তে চলেছে বিজেপি বিরোধী তিন দলের 'মহাজোট'

জম্মু ও কাশ্মীরের বড় বিরোধী দলগুলি জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে মোকাবিলায় নামছে।

  • |
Google Oneindia Bengali News

আগামী লোকসভা নির্বাচনের আগে খারাপ খবর কেন্দ্রের শাসক দল বিজেপির কাছে। কারণ জম্মু ও কাশ্মীরের বড় বিরোধী দলগুলি জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে মোকাবিলায় নামছে। একসঙ্গে জোট করে সরকার গড়তে চলেছে তাঁরা। এক্ষেত্রে পিডিপি নেতা সঈদ আলতাফ বুখারিকে সর্বসম্মত মুখ্যমন্ত্রী পদে মনোনীত করা হয়েছে।

কাশ্মীরে সরকার গড়তে চলেছে বিজেপি বিরোধী তিন দলের মহাজোট

একদিকে যেমন রয়েছে পিডিপি, কংগ্রেস। তেমনই রয়েছে ন্যাশনাল কনফারেন্সও। এই তিন দল মিলেই জম্মু ও কাশ্মীরে জোট সরকার গড়তে চলেছে আগামিদিনে।

পিডিপির এই মুহূর্তে ২৮টি আসন রয়েছে। ন্যাশনাল কনফারেন্সের রয়েছে ১৫টি ও কংগ্রেসের ১২টি আসন রয়েছে।

ঘটনা হল, গত জুন মাসে পিডিপি-বিজেপি জোট সরকার পড়ে যাওয়ার পর থেকে রাজ্যপালের শাসন চলছে কাশ্মীরে। আগামী ১৯ ডিসেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা। রাজ্যপালের শাসনকালের মেয়াদ কোনওভাবেই ছয় মাসের বেশি হয় না। ফলে তারপরে সরকার তৈরি না হলে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে।

যদিও ঘটনা হল, আগের বিধানসভা এখনও ভেঙে দেওয়া হয়নি বলে রাজ্যপাল সত্যপাল মালিক জানিয়েছেন। ফলে এই অবস্থায় সম্ভাবনা তৈরি হয় সরকার তৈরির। সেটাকেই বিরোধীরা কাজে লাগাচ্ছে।

প্রসঙ্গত, ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত পিডিপি ও কংগ্রেসের জোট সরকার ছিল। সমর্থন ছিল ন্য়াশনাল কনফারেন্সের। এবারও তেমন কিছুই হতে চলেছে। তিনটি দল মিলেই সরকার গড়বে।

English summary
PDP-NC-Congress alliance to form govt in Jammu & Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X