For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

PAN-Aadhar Linking: প্যান-আধার নিয়ে আয়কর দফতরের চূড়ান্ত বার্তা! এখনই করুন এই কাজ

প্যান (PAN) এবং আধার কার্ডের (AADHAR) মধ্যে লিঙ্ক করানোটা বাধ্যতামূলক! কিন্তু এখনও পর্যন্ত বহু মানুষ রয়েছেন যারা এখনও পর্যন্ত এই কাজ করেননি। আর সেই সমস্ত মানুষদের জন্যেই চরম বার্তা আয়কর দফতরের। শুধু তাই নয়, সমস্যা আরও বা

  • |
Google Oneindia Bengali News

PAN-Aadhar Linking: প্যান (PAN) এবং আধার কার্ডের (AADHAR) মধ্যে লিঙ্ক করানোটা বাধ্যতামূলক! কিন্তু এখনও পর্যন্ত বহু মানুষ রয়েছেন যারা এখনও পর্যন্ত এই কাজ করেননি। আর সেই সমস্ত মানুষদের জন্যেই চরম বার্তা আয়কর দফতরের। শুধু তাই নয়, সমস্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

এমনকি প্যান কার্ডটা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে। ফলে চূড়ান্ত সময়সীমার মধ্যে প্যান (PAN) এবং আধার কার্ডের (AADHAR) -লিঙ্ক করে নেওয়ার কথা বলা হয়েছে।

চূড়ান্ত সময়সীমা জানুন-

চূড়ান্ত সময়সীমা জানুন-

প্যান এবং আধার কার্ডের মধ্যে লিঙ্ক করার চূড়ান্ত সময়সীমা ৩১ মার্চ ২০২৩। ফলে এই সময়ের মধ্যে এই সংযুক্তিকরণের কাজ সেরে ফেলতে হবে। আয়কর দফতরের তরফে ইতিমধ্যে এই বিষয়ে টুইট করে বার্তা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১ এ যে সমস্ত প্যান হোল্ডাররা Exempt -এর মাধ্যমে আসেন না তাঁদের যে কোনও মূল্যে ৩১ মার্চ ২০১৩ সালের মধ্যে প্যান-আধার লিঙ্ক করে ফেলতে হবে। আর তা না হলে প্যান আর কাজ করবে না। ফলে দেরি না করে আজই এই কাজ সেরে ফেলতে হবে।

বাড়বে না আর সময়সীমা

বাড়বে না আর সময়সীমা

জানা যাচ্ছে, আগামী ৩১ মার্চ চূড়ান্ত সময়সীমা। ২০২৩ সালের ৩১ মার্চের পর নতুন করে আর সময়সীমা বাড়ানো হবে না স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কয়েক দফাতে প্যান এবং আধার কার্ডের লিঙ্ক করানোর সময়সীমা বাড়ানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, ২০২২ সালের মার্চ মাসে সিবিডিটি'র তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। যেখানে জানানো হয়, ২০২২ সালের এপ্রিল মাস থেকে আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণটি বাধ্যতামূলক। এরপর থেকে একাধিকবার সময় বাড়ানো হয়। এবার সময় বাড়ানো নিয়ে নতুন করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলেই খবর।

কিভাবে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করাবেন?

কিভাবে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করাবেন?

আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইট https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar-এ যেতে হবে

কুইক লিঙ্ক বিভাগে গিয়ে লিঙ্ক আধার-এ ক্লিক করতে হবে

একটি নতুন উইন্ডো আসবে, সেখানে আধার, প্যান এবং মোবাইল নম্বর লিখতে হবে

সেখানে আধারের বিবরণ যাচাইয়ের বিকল্প নির্বাচন করতে হবে

ফোন নম্বর ওটিপি পাওয়ার পরে তা নির্ধারিত জায়গায় গিয়ে ভ্যালিডেট করতে হবে

জরিমানা দেওয়ার পরে প্যান আধারের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে
(এখানে উল্লেখযোগ্য, জরিমানা না দিলে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা যাবে না)

এক হাজার টাকা জরিমানা দিয়েই এই লিঙ্ক করাতে হবে। আগে ৫০০ টাকা হলেও এখন তা বাড়িয়ে ১০০০ টাকা করে দেওয়া হয়েছে। ফলে এই বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই করে ফেলুন এই কাজ।

English summary
PAN-AADHAAR link should be done, if not then PAN will be inoperative
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X