For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চিদাম্বরমের কথায় কার্তিকে ঘুষ দিয়েছি' ইন্দ্রাণীর মন্তব্যে বেকায়দায় কংগ্রেস

ইন্দ্রাণীর অভিযোগ, ফেমার ছাড়পত্র পেতে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের নির্দেশে কার্তিকে ৭ লক্ষ মার্কিন ডলার

  • |
Google Oneindia Bengali News

আইএনএক্স মিডিয়া মামলায় কার্তি চিদাম্বরমকে গ্রেফতার করেছে সিবিআই। বুধবার চেন্নাই থেকে গ্রেফতার করে তাঁকে দিল্লিতে আদালতে হাজির করানো হয়েছে। আইএনএক্স মিডিয়ার ডিরেক্টর তথা শিনা বোরা খুনে অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী ও পিটার মুখার্জী এই ঘটনায় নিজেদের বয়ান দিয়েছেন।

'চিদাম্বরমের কথায় কার্তিকে ঘুষ দিয়েছি' ইন্দ্রাণীর মন্তব্যে বেকায়দায় কংগ্রেস

[আরও পড়ুন:গ্রেফতারির পরে ফার্স্ট ক্লাসে বিমানযাত্রার আবদার করেন কার্তি চিদাম্বরম][আরও পড়ুন:গ্রেফতারির পরে ফার্স্ট ক্লাসে বিমানযাত্রার আবদার করেন কার্তি চিদাম্বরম]

ইন্দ্রাণীর অভিযোগ, ফরেন এক্সচেঞ্জ প্রোমোশন বোর্ডের ক্লিয়ারেন্স পেতে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের নির্দেশে কার্তিকে ৭ লক্ষ মার্কিন ডলার বা বর্তমান ভারতীয় মুদ্রায় সাড়ে ৪ কোটি টাকার বেশি দিয়েছেন।

আইএনএক্স মিডিয়া সেই টাকার বিল বা ইনভয়েস সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে বলে খবর। সেখানে দেখা যাচ্ছে বিদেশি ফার্মে সেই টাকা দেওয়া হয়েছে। যাতে ২০০৭ সালে এফআইপিবি নিয়ম ভাঙায় কোন তদন্ত আইএনএক্সের বিরুদ্ধে না হয়।

ইন্দ্রাণীর বক্তব্য ইডি রেকর্ড করেছে। আর্থিক তছরুপের বিষয়টি ইডি দেখভাল করছে। ইন্দ্রাণী ও পিটার দুজনেই জানিয়েছেন, ২০০৭ সালে আয়কর তাদের মিডিয়া কোম্পানি আইএনএক্সে আর্থিক গোলমাল খুঁজে পেলে তা থেকে বাঁচতে তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে নর্থ ব্লকে দেখা করেন। তখন চিদাম্বরম তাঁর ছেলে কার্তিকে সাহায্যের বদলে তদন্তে অব্যাহতি দেওয়ার কথা বলেন।

ইন্দ্রাণীর কথায়, তারপরে দিল্লির একটি পাঁচতারা হোটেলে কার্তির সঙ্গে দেখা করেন তারা। কার্তি ১০ লক্ষ ডলার চান। পরে ৭ লক্ষ ডলারে রাজি করিয়ে তা কার্তির সঙ্গে সম্পর্কিত বিদেশে ফার্মকে দেওয়া হয়।

যদিও কংগ্রেসের তরফে এই দাবির বিরোধিতা করা হয়েছে। ইন্দ্রাণীর মানসিক সুস্থতা নিয়েও কংগ্রেস প্রশ্ন তুলেছে।

[আরও পডুন:সিবিআই জালে কার্তি, মুখ থুবড়ে ব্যাকফুটে কংগ্রেস, স্বস্তিতে নেই বিজেপিও][আরও পডুন:সিবিআই জালে কার্তি, মুখ থুবড়ে ব্যাকফুটে কংগ্রেস, স্বস্তিতে নেই বিজেপিও]

English summary
INX Media director Indrani Mukerjea, alleging that they paid 7 lakh dollar to Karti Chidambaram on the instructions of P Chidambaram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X