For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিজবুল দুই কম্যান্ডার সহ এখনও পর্যন্ত ২০০ জন জঙ্গি নিহত জম্মু–কাশ্মীরে, বড় সাফল্য সেনাবাহিনীর

এখনও পর্যন্ত ২০০ জন জঙ্গি নিহত জম্মু–কাশ্মীরে

Google Oneindia Bengali News

জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেয়েছে ভারত। এ বছরের জানুয়ারি থেকে জম্মু–কাশ্মীরে ২০০ জনের ওপর জঙ্গি দমন করেছে ভারতীয় সেনা বাহিনী। এছাড়াও ২ জন হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠী প্রধান, ১২ জনের বেশি বিভিন্ন গোষ্ঠীর শীর্ষ কম্যান্ডারদের মেরেছে সেনা বাহিনী।

হিজবুল দুই কম্যান্ডার সহ এখনও পর্যন্ত ২০০ জন জঙ্গি নিহত জম্মু–কাশ্মীরে, বড় সাফল্য সেনাবাহিনীর


রবিবার যৌথ অপারেশনে হিজাবুল মুজাহিদিনের অপারেশানাল কমান্ডার সইফ উল ইসলাম ওরফে পুলওয়ামার মালাঙ্গপোরার ডাঃ সইফুল্লা সেনার সঙ্গে গুলির সংঘর্ষে নিহত হয় শহরের বাইরে রানগ্রেথে। জানা গিয়েছে, কাশ্মীরের সবচেয়ে পুরনো জঙ্গিদের মধ্যে সইফুল্লা ছিল একজন। যে দীর্ঘদিন ধরে এই এলাকা পরিচালনা করে এসেছে।এ বছরের মে মাসে পুলওয়ামার বেঘপোরায় রিয়াজ আহমেদ নাইকো নিহত হওয়ার পর গোটা এলাকাই চলে আসে সইফুল্লার হাতে।

আট মাসেররও কম সময়ের মধ্যে সেনাবাহিনী নাইকো ও সইফুল্লাকে মেরে বড়সড় সাফল্য লাভ করে। জম্মু–কাশ্মীরে ২০০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছে এ বছর এবং ১৯০ জন জঙ্গির মৃত্যু হয়েছে শুধু কাশ্মীরেই, নাইকোর নিহত হওয়ার পর পুলিশের ডিজি দিলবাগ সিং সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছিলেন। তিনি বলেন, '‌রিয়াজ নাইকোর মৃত্যুর পর হিজাব নেতৃত্ববিহীন হয়ে পড়েছিল এবং আবার অপারেশানাল কমান্ডারের মৃত্যুর পর হিজাব আবার নেতৃত্ববিহীন হয়ে পড়ল।’‌

এক সীর্ষ পুলিশ র্তা জানিয়েছেন যে হিজবুলের এখনও কিছু অভিজ্ঞ জঙ্গি, যারা সক্রিয়, তারা হয়ত নতুনভাবে অপারেশানাল মুখ্য হিসাবে সামনে আসতে পারে। তিনি বলেন, '‌নতুন মুখ্য কমান্ডার সম্ভবত দক্ষিণ কাশ্মীর থেকে কাউকে করা হবে। নাইকো এবং সইফুল্লাকে আট মাসের কম সময়ের মধ্যে মেরে দেওয়া হয়, এরা উভয়ই দক্ষিণ কাশ্মার এলাকা থেকেই ছিল।’‌দক্ষিণ কাশ্মীরের কুলগাম, সোপিয়ান, পুলওয়ামা ও অনন্তনাগ এই চার জেলা থেকেই অধিকাংশ জঙ্গি নিহত হয়েছে।

গিলগিট নিয়ে ভারতের রক্তচক্ষু পাকিস্তানকে! ইসলামাবাদকে টার্গেটে রেখে রাজনাথের হুঙ্কার গিলগিট নিয়ে ভারতের রক্তচক্ষু পাকিস্তানকে! ইসলামাবাদকে টার্গেটে রেখে রাজনাথের হুঙ্কার

English summary
ovar 200 militants include 2 hizbul commander killed in jammu kashmir till now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X