For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরমানু শক্তিধর প্রতিবেশীরা ভবিষ্যৎতেও ভারতের চিন্তার কারণ হবে, জানালেন সেনা প্রধান

পরমানু শক্তিধর প্রতিবেশীরা ভবিষ্যৎতেও ভারতের চিন্তার কারণ হবে, জানালেন সেনা প্রধান

  • |
Google Oneindia Bengali News

স্বাধীনতার পর থেকেই ভারতের মাথাব্যথার অন্যতম কারণ সীমান্ত সমস্যা। অতীতে বহুবার ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেছে চিন, পাকিস্তান। আর এই দুই পরমাণু শক্তিধর দেশই যে চিন্তা বাড়াচ্ছে দেশের, স্বীকার করে নিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নারাভানে। বললেন, ভারত ইতিমধ্যেই ভবিষ্যতের সীমান্ত বিবাদের ট্রেলর দেখে নিয়েছে।

কী কী সমস্যা হতে পারে?

কী কী সমস্যা হতে পারে?

নারাভানে বলেন, ' ভারত একাধিক দিক দিয়ে সীমান্ত সমস্যার মুখোমুখি। পরমাণু শক্তিধর দেশগুলির সঙ্গে সীমান্ত সমস্যা এবং বিভিন্ন রাজ্যে ছায়াযুদ্ধ নিরাপত্তা ব্যবস্থার চিন্তার কারণ হয়ে উঠছে।' সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজের আয়োজিত 'প্রজ্ঞান' কনক্লেভে উপস্থিত হয়েছিলেন নারাভানে। তাঁর সঙ্গেই উপস্থিত ছিলেন ভারতীয় নৌসেনা এবং বায়ুসেনা প্রধানও। এই অনুষ্ঠানেই নারাভানে আরও বলেন, 'আমরা ইতিমধ্যেই ভবিষ্যতের দ্বন্দ্বের ট্রেলর দেখছি। শত্রুরা প্রতিনিয়ত আমাদের সঙ্গে সাইবার যুদ্ধে জড়াচ্ছে, তারা তথ্য চুরি করতে চাইছে। সীমান্তের যে সমস্ত অংশের মীমাংসা এখনও হয়নি, সেখানেও তারা চাপ বাড়াচ্ছে। এই ঘটনা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, ভবিষ্যতে কী হতে পারে।'

কী বললেন নারভানে?

কী বললেন নারভানে?

প্রজ্ঞান নামক অনুষ্ঠানটির মূল বিষয়ই ছিল ভবিষ্যতের যুদ্ধ পদ্ধতি এবং প্রতিরক্ষা৷ সেখানেই নারাভানে ডিফেন্স স্পেস এগেন্সি, ডিফেন্স সাইবার এজেন্সি, সেনাবাহিনীর বিশেষ অপারেশন ডিভিশন তৈরির কথা বলেন৷ প্রতিটি ক্ষেত্রে বিশেষ দল তৈরির কথাও শুনতে পাওয়া যায় তাঁর মুখে। সেনাপ্রধান জানান, ইতিমধ্যেই ভারতীয় সেনার নবীকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। তিনি বলেন, 'আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে এই বদলগুলি আনব। প্রতিনিয়ত এই বদলগুলি চলতে থাকবে৷'

তবে সরাসরি কোনও দেশের নাম নেননি নারভানে!

তবে সরাসরি কোনও দেশের নাম নেননি নারভানে!

তবে এদিনের বক্তব্যে কোনও দেশের নাম নেননি নারাভানে৷ তিনি বলেন, 'উপদেষ্টা মণ্ডলীকে তাঁদের কাজ চালিয়ে যেতে হবে। কূটনীতিক উপায়ে বিভিন্ন লক্ষ্যপূরণ করতে হবে৷ ২০২০ সালে বিভিন্ন প্রকারের সুরক্ষা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছে দেশ। আর এই কারণেই দেশ সম্মুখ সমর ছাড়াও কূটনীতিক টানাপোড়েনের মর্ম উপলব্ধি করেছে। আমরা সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি সাক্ষরে সাফল্য পেয়েছি কেননা আমরা নিজেদের শক্তি দেখাতে পেরেছি শত্রুকে।'

English summary
Several time India have to deal with the border conspiracy of China and Pakistan. Army chief Manoj Mukund Narvane says nuclear neighbours are the causes of headache for India,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X