For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভ্যাকসিনের বুস্টার ডোজের জন্যে করতে হবে না রেজিস্ট্রেশন! সোমবার থেকেই দেওয়া হবে টিকা

দেশে ভয়ঙ্কর ভাবে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ(Coron Infection)। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে প্রথম সারির করোনা যোদ্ধারা ভয়ঙ্কর ভাবে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকদের একাংশ বলছেন, করোনার ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও আক্রান

  • |
Google Oneindia Bengali News

দেশে ভয়ঙ্কর ভাবে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ(Coron Infection)। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে প্রথম সারির করোনা যোদ্ধারা ভয়ঙ্কর ভাবে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকদের একাংশ বলছেন, করোনার ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও আক্রান্ত হতে হচ্ছে।

অনেক ক্ষেত্রে প্রথম অবস্থাতে পরিস্থিতি ফিরে গিয়েছে বলেও দাবি চিকিৎসকদের। এই অবস্থায় আগামী ১০ তারিখ থেকে বুস্টার ডোজ দেবে সরকার। আর সেদিকে তাকিয়েই সবাই।

জরুরি তথ্য

জরুরি তথ্য

চিকিৎসক, স্বাস্থ্য কর্মী সহ ফ্রন্ট লাইন ওয়াকার্স সহ ৬০ বছরের বেশি লোককে এই বুস্টার ডোজ (Booster Dose) দেওয়া হবে। ইতিমধ্যে সেই সংক্রান্ত সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে। Ministry of Health and Family Welfare-এর ঘোষণা মোতাবেক করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে কোনও রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা নেই। যে সমস্ত মানুষ করোনা (COVID-19) ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে নিয়েছেন তাঁরা সোজা গিয়ে যে কোনও টিকাকরণ কেন্দ্রে অ্যাপোয়েমেন্ট নিতে পারবেন। কিংবা ওয়াক-ইনও করতে পারবেন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, আগামীকাল শনিবার এই সংক্রান্ত সিডিউল জারি করা হবে। অনলাইনের মাধ্যমেও অ্যাপয়েন্টমেন্টের সুবিধা শনিবার থেকে শুরু হয়ে যাবে। onsite appointment-এর সঙ্গে এই বুস্টার ডোজ ১০ জানুয়ারি থেকে শুরু হবে।

১০ জানুয়ারি সকাল থেকে এই বুস্টার ডোজ দেওয়া হবে

১০ জানুয়ারি সকাল থেকে এই বুস্টার ডোজ দেওয়া হবে

বলে রাখা প্রয়োজন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ৬০ বছরের বেশি ব্যক্তিদের জন্যে এই বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা করেছেন। কোমর্বিটি রয়েছে এমন বয়স্কদের আগে ভ্যাকসিন দেওয়া হবে। একই সঙ্গে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী সহ সমস্ত ফ্রন্ট লাইন যোদ্ধাকে এই বুস্টার ডোজ দেওয়া হবে। আগামী ১০ জানুয়ারি সকাল থেকে এই বুস্টার ডোজ দেওয়া হবে। তবে এই বুস্টার ডোজ নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়। সেখানে দাঁড়িয়ে Ministry of Health and Family Welfare-এর ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

কোনও মিক্সিং ভ্যাক্সিন দেওয়া হবে না

কোনও মিক্সিং ভ্যাক্সিন দেওয়া হবে না

কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে দিয়েছে যে, এই বুস্টার ডোজ একেবারে প্রথম ভ্যাকসিনের মতোই হবে। নীতি আয়োগের সদস্য ভিকে পাল বলেন, যে সমস্ত লোক Covaxin নিয়েছেন তাঁদের Covaxin-ই দেওয়া হবে। আবার যিনি কোভিশিল্ডের প্রথম ভ্যাকসিন নিয়েছেন তিনিও একই ভাবে এই ভ্যাকসিনই পাবেন। ভ্যাক্সিনে কোনও ধরনের মিক্সিং হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এক্ষেত্রে আতঙ্কের কোনও জায়গা নেই বলেও দাবি মন্ত্রকের।

১৫০ কোটি টিকাদান

১৫০ কোটি টিকাদান

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯১ শতাংশেরও বেশি মানুষ কমপক্ষে একটি ডোজ পেয়েছে এবং ৬৬ শতাংশেরও বেশি সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে। ২০২২ সালের ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়েসীদের টিকা দেওয়া শুরু হয়েছে দেশ জুড়ে। আর ইতিমধ্যে দেশের ২২ শতাংশ কিশোর কিশোরী টিকা পেয়ে গিয়েছে। সব মিলিয়ে আজ আরও একটা ইতিহাস তৈরি করল ভারত। প্রায় ১৫০ কোটি টিকাদান সম্পূর্ণ হল ভারতে। যা অবশ্যই ভালো একটা দিক বলেই মনে করছেন চিকিৎসকরা।

English summary
no need to register for precaution dose, one can get vaccine easily
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X