For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দিভাষার বিরোধিতায় সরব কর্নাটকের মুখ্যমন্ত্রী, ফের দাবি পৃথক পতাকার

নাম্মা মেট্রোয় হিন্দির ব্যবহার কোনওভাবেই হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সিদ্দারামাইয়া, কর্নাটকের নিজস্ব পতাকার দাবিতে ফের একবার সোচ্চার কর্নাটকের মুখ্যমন্ত্রী।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

নাম্মা মেট্রোয় হিন্দির ব্যবহার কোনওভাবেই হবে না বলে সাফ জানিয়ে দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, কেরল বা তামিলনাড়ুর মেট্রোয় যদি হিন্দির ব্যবহার না হয়, তাহলে কর্নাটকেও হিন্দির কোনও প্রয়োজন নেই।

 হিন্দিভাষার বিরোধিতায় সরব কর্নাটকের মুখ্যমন্ত্রী, ফের দাবি পৃথক পতাকার

বেঙ্গালুরুর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের নাম্মা মেট্রোয় যাতে হিন্দি ব্যবহার না হয় তারজন্য় কেন্দ্রকেও চিঠি লিখবেন বলে জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী।

 হিন্দিভাষার বিরোধিতায় সরব কর্নাটকের মুখ্যমন্ত্রী, ফের দাবি পৃথক পতাকার

অপরদিকে কর্নাটকের নিজস্ব পতাকার দাবিতে ফের একবার সোচ্চার হলেন সিদ্দারামাইয়া। তিনি সাফ জানিয়ে দিলেন সংবিধানের কোথাও লেখা নেই যে রাজ্যের নিজস্ব কোনও পতাকা থাকবে না। আর এতে জাতীয় পতাকার প্রতি সম্মানও কিছু কমে যায় না বলেও দাবি করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী

শনিবার বেঙ্গালুরুর প্যালেস গ্রাউন্ডে কন্নড় রক্ষণা বেদিকে সভায় সিদ্দারামাইয়া বলেন, সাড়ে ৬ কোটি নাগরিকের প্রতিনিধি ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর মতে, কর্নাটকের নিজস্ব পতাকার দরকার আছে। তবে রাজ্য়ের পৃথক পতাকার দাবি কখনই জাতীয় পতাকাকে অসম্মান করা নয় বলে জানিয়েছেন তিনি। সিদ্দারামাইয়া বলেন, জাতীয় পতাকা চিরকালই সর্বোচ্চ আসনে থাকবে।

English summary
Hindi will not be allowed in Namma Metro, says Karnataka CM Siddaramaiah, he demands for state flag again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X