For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্ষণ-শিশু নিগ্রহে পলাতক, স্বঘোষিত গুরু নিত্যানন্দ এবার তাঁর দেশে আসার জন্য ভিসা চালু করলেন

নিত্যানন্দ এবার তাঁর দেশে আসার জন্য ভিসা চালু করলেন

Google Oneindia Bengali News

ধর্ষণ–শিশু নিগ্রহে অভিযুক্ত স্ব–ঘোষিত আধ্যাত্মিক গুরু নিত্যানন্দ এক বছরের বেশি সময় পলাতক থাকার পর তিনি খুঁজে পেয়েছেন তাঁর '‌হিন্দু সার্বভৌম রাষ্ট্র’‌, স্ব–ঘোষিত গুরু এবার তাঁর হিন্দুরাষ্ট্রে পর্যটকদের স্বাগত জানানোর জন্য ভিসা জারি করতে চলেছেন। এই দ্বীপ রাষ্ট্র ইতিমধ্যেই ই–মেইল আইডি তৈরি করে নিয়েছে, যার মাধ্যমে পর্যটকরা ভিসার আবেদন করতে পারেন।

নিত্যানন্দ প্রধানমন্ত্রী

নিত্যানন্দ প্রধানমন্ত্রী

কৈলাস নামে নিত্যানন্দের রাষ্ট্রে তিনি স্ব-নিয়োজিত প্রধানমন্ত্রী। ৫০টি আদালতের শুনানিতে গরহাজির হওয়ার পর নিত্যানন্দ ভারত ছাড়ার পরই তথাকথিত এই কৈলাস রাষ্ট্রটি গত বছরের নভেম্বর থেকে মাথা চাড়া দিয়ে উঠেছে। কৈলাস ঠিক কোন জায়গায় অবস্থিত তা এখন অজানা, তবে সন্দেহ করা হচ্ছে যে সেটি অস্ট্রেলিয়ার কাছে হতে পারে। এর আগে রিপোর্টে প্রকাশ করা হয়েছিল যে নিত্যানন্দ ‘‌গরুড়'‌ নামে এক চাটার্ড বিমান পরিষেবা অস্ট্রেলিয়া থেকে কৈলাসে চালু করেছেন।

তিনদিনের বেশি থাকতে পারবেন না পর্যটকরা

তিনদিনের বেশি থাকতে পারবেন না পর্যটকরা

নিত্যানন্দ জানিয়েছেন যে কৈলাসে যে কোনও কেউ আসতে পারেন তবে তিনদিনের বেশি থাকা যাবে না। এর অর্থ হল, পর্যটকদের তিনদিনের বেশি সেখানে থাকার অনুমতি নেই। নিত্যানন্দ এও প্রতিশ্রুতি দিয়েছেন যে পর্যটকদের ‘‌পরম শিব'‌ দর্শন করার অনুমতি রয়েছে। কৈলাস ডট অর্গানাইজেশন নামে ওয়েবসাইটে বলা হয়েছে যে কৈলাস প্রতিষ্ঠা করেছে এমন কিছু বহিষ্কৃত ব্যক্তিরা, যাঁরা তাঁদের নিজেদের দেশে হিন্দুধর্মের সত্যতা অনুশীলনের অধিকারকে হারিয়েছেন।

 নিজস্ব রিজার্ভ ব্যাঙ্ক

নিজস্ব রিজার্ভ ব্যাঙ্ক

অগাস্টেই নিজস্ব রিজার্ভ ব্যাঙ্কও গড়েছেন তিনি। ভিডিও বার্তায় নিজেই জানিয়েছিলেন তিনি। সেই ব্যাঙ্কের নাম রাখেন রিজার্ভ ব্যাঙ্ক অফ কৈলাস। এই খবর প্রকাশ্যে আসতেই ফের শোরগোল পড়ে গিয়েছে। শুধু ব্যাঙ্ক নয়, নিজস্ব কারেন্সিও তৈরি করছেন তিনি। জানিয়েছেন, গণেশ চতুর্থীর দিনই নতুন কারেন্সি প্রকাশ্যে আনবেন।

 কৈলাস আসলে কী

কৈলাস আসলে কী

কৈলাসের ওয়েবসাইট অনুযায়ী, কৈলাস প্রতিষ্ঠা করেছে এমন কিছু বহিষ্কৃত ব্যক্তিরা, যাঁরা তাঁদের নিজেদের দেশে হিন্দুধর্মের সত্যতা অনুশীলনের অধিকারকে হারিয়েছেন। এই দেশের নিজস্ব পাসপোর্ট ও পতাকা রয়েছে। যা সকলকে হতচকিত করে দিয়েছে। কৈলাসায় সরকারিভাবে ইংলিশ, সংস্কৃত ও তামিল ভাষায় সব ধরনের কাজকর্ম হয়ে থাকে। কৈলাস দেশটির দাবি, তাদের দেশের জনসংখ্যা ১ কোটি আদি শিবায়ত, ২ বিলিয়ন হিন্দু অনুশীলনকারী। আরও দাবি করা হয়েছে যে দক্ষিণ এশিয়ার ৫৬ জন প্রকৃত বৈদিক জাতি রয়েছে। কৈলাসের নিজস্ব সমস্ত মন্ত্রক ও বিভাগ রয়েছে।

কৃষি আইন নিয়ে ফের তোপ বিরোধীদের! সরাসরি পাঞ্জাবি কৃষকদের সঙ্গে সাক্ষাৎ মোদীরকৃষি আইন নিয়ে ফের তোপ বিরোধীদের! সরাসরি পাঞ্জাবি কৃষকদের সঙ্গে সাক্ষাৎ মোদীর

English summary
Self-claimed godman Nityananda announced a visa for his country Kailasha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X