For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষকদের আয় বাড়াতে নয়া পদক্ষেপ, বাজারে আসতে চলেছে গোবর দিয়ে তৈরি বিশেষ প্রাকৃতিক রং

কৃষকদের আয় বাড়াতে নয়া পদক্ষেপ, বাজারে আসতে চলেছে গোবর দিয়ে তৈরি বিশেষ প্রাকৃতিক রং

  • |
Google Oneindia Bengali News

জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে খুলে গেল বাস্তাবায়নের রাস্তা। গত বছর রাখি বন্ধনের আগে গোবর দিয়ে তৈরি রাখির কথা কমবেশি সবাই শুনেছিল। অবশেষে গরুর বর্জ্য বা সহজ কথায় গোবর ব্যবহার করে তৈরি হতে চলেছে রং। এমনকী আগামী ১ বছরের মধ্যে এই রং বাজারজাত হতে চলেছে বলেও জানা যাচ্ছে। এমনকী এরফলে গো-চাষীদের আয় আগের থেকে বহুগুন বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।

গোবর দিয়েই তৈরি হচ্ছে বিশেষ প্রাকৃতিক রং

গোবর দিয়েই তৈরি হচ্ছে বিশেষ প্রাকৃতিক রং

এমনকী এই বিশেষ ধরণের প্রাকৃতিক রং তৈরির ক্ষেত্রে দেশের বড় অংশের গ্রামে কারখানাও তৈরি হতে চলেছে বলে জানা যাচ্ছে। সৌজন্যে খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন। কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি প্রথম দেশের গোবর দিয়ে তৈরি এই পরিবেশ বান্ধব রংটি লঞ্চ করেন। অভিনব এই রঙের নাম দেওয়া হয়েছে 'খাদি প্রাকৃতিক রং'।

 দুটি রূপে পাওয়া যাবে এই রং

দুটি রূপে পাওয়া যাবে এই রং

গোবর দিয়ে তৈরি 'খাদি প্রাকৃতিক রং' মূলত দু'টি রূপে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। ডিসটেম্পার এবং প্লাস্টিক ইমালশনের প্রকারভেদই মিলবে বাজারে। অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত এই খাদি প্রাকৃতিক রং সম্পূর্ণ ভাবে পরিবেশ বান্ধব বলেও জানা যাচ্ছে। এমনকী সীসা, পারদ, ক্রোমিয়াম, আর্সেনিক, ক্যাডমিয়ামের মতো বিষাক্ত কোনও উপাদানও এই রঙে নেই বলে জানা যাচ্ছে।

তৈরি হতে চলেছে ৫০০টি নতুন ইউনিট

তৈরি হতে চলেছে ৫০০টি নতুন ইউনিট

অন্যদিকে আগামী ৬ মাসের মধ্যে একাধিক বেশ কিছু উদ্যোগপতির মাধ্যমে এই রং বাজারজাত করণের নীল নকশাও তৈরি করে ফেলেছে কেন্দ্র। প্রাথমিক পর্যায়ে এই রং তৈরির জন্য ৫০০টি নতুন ইউনিট তৈরির পরিকল্পনা করেছে খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন। যার সিংহভাগই হবে গ্রামীন এলাকায়। অন্যদিকে গোবর দিয়ে তৈরি হলেও এই রং সম্পূর্ণ ভাবে গন্ধহীন হতে চলেছে বলে জানা যাচ্ছে।

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড-এর শংসাপত্রও পেয়েছে এই রং

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড-এর শংসাপত্রও পেয়েছে এই রং

অন্যদিকে এই রঙের উৎপাদন খরচও অন্য বাজার চলতি রঙের তুলনায় যথেষ্ট কম বলেই জানাচ্ছে ওয়াকিবহাল মহল। আর গুণগত মান নিয়েও প্রশ্ন তোলার অবকাশ কম। কারণ ইতিমধ্যে গোবর থেকে রং তৈরির ক্ষেত্রে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড-এর শংসাপত্রও আদায় করে নিয়েছে 'খাদি প্রাকৃতিক রং'। প্রসঙ্গত উল্লেখ্য দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পরেই কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে শুরু থেকেই বিশেষ জোর দিচ্ছিল কেন্দ্র। আর একথা মাথায় রেখেই গত বছর থেকেই গোবরজাত দ্রব্যের উদপাদন বৃদ্ধির উপর বিশেষ ভাবে নজর দেয় একাধিক কেন্দ্রীয় সংস্থার। আর তারই নির্যাস এই গোবর দিয়ে তৈরি বিশেষ প্রাকৃতিক রং।

প্রতীকী ছবি

একুশের ভোটে তৃণমূলের জয়ের কড়ি কে জোগাবে, পরিসংখ্যান দিয়ে জানালেন নিশ্চিন্ত মমতাএকুশের ভোটে তৃণমূলের জয়ের কড়ি কে জোগাবে, পরিসংখ্যান দিয়ে জানালেন নিশ্চিন্ত মমতা

English summary
Natural color are going to be made with cow dung, 500 factories will be made in rural areas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X