For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতাজি নিয়ে গোপন নথিতে কি থাকতে পারে? জেনে নিন আগে থেকে

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১২ সেপ্টেম্বর : নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে রাজ্য সরকারের অধীনে থাকা মোট ৬৪টি গোপন নথি আগামী শুক্রবার প্রকাশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। [স্বাধীন ভারতে নেতাজি সুভাষচন্দ্র বসুর সান্নিধ্য পেয়েছিলেন এঁরা!]

শুক্রবারই মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকা নথিগুলি সর্বসাধারণের কাছে প্রকাশ করে হবে। এই নিয়ে নানা রাজনৈতিক তরজা শুরু হলেও সবচেয়ে বেশি আগ্রহ নথিতে কি থাকতে পারে তা জানার। [নেতাজি অন্তর্ধান রহস্য : সব জানতেন নেহেরু, গান্ধী, প্যাটেল?]

কেন পশ্চিমবঙ্গ সরকার এতদিন পর হঠাৎ করে এই নথিগুলি প্রকাশ করছে? কী থাকতে পারে এই গোপন নথিতে তা নিয়ে ওয়ানইন্ডিয়া কথা বলেছিল নেতাজি সম্পর্কে বই লেখা ও গবেষণা করা অনূজ ধর সম্পর্কে। [নেতাজির পর এবার লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু নিয়েও বিতর্ক!]

আগামী শুক্রবার প্রকাশিত হতে চলা নেতাজি সম্পর্কে গোপন নথিতে কি থাকতে পারে সেসম্পর্কে তিনি কি জানিয়েছেন তা জেনে নিন নিচের স্লাইডে। [বিমান দুর্ঘটনায় নয়, ১৯৮৫ সালে স্বাভাবিক মৃত্যু হয় নেতাজির!]

সাধু সারদানন্দ বাবা সম্পর্কে তথ্য

সাধু সারদানন্দ বাবা সম্পর্কে তথ্য

বহু আগে সাধু সারদানন্দ বাবা নামে এক জনৈক সাধুর উপরে নজরদারি চালিয়েছিল রাজ্য গোয়েন্দা দপ্তর। সন্দেহ ছিল সেই ব্যক্তিই নেতাজি সুভাষচন্দ্র বসু। অনূজবাবু জানিয়েছেন রহস্যময় সেই সাধু সম্পর্কে অনেক তথ্য থাকতে পারে নথিতে।

নেতাজির পরিবারের উপরে নজরদারি নিয়ে তথ্য

নেতাজির পরিবারের উপরে নজরদারি নিয়ে তথ্য

নেতাজি ও তাঁর পরিবারের উপরে কীভাবে কেন্দ্র-রাজ্য নজরদারি চালানো হয়েছিল তা নিয়ে তথ্য থাকতে পারে।

সঙ্গীদের উপরে নজরদারি নিয়ে তথ্য

সঙ্গীদের উপরে নজরদারি নিয়ে তথ্য

নেতাজি বা তাঁর পরিবারই নয়, শুভানুধ্য়ায়ী ও অনুরাগীদের উপরেও কীভাবে সরকারি নজরদারি চলেছিল সেই নিয়েও আলোকপাত করতে পারে নথিগুলি।

নানা বিতর্ক নিয়ে তথ্য

নানা বিতর্ক নিয়ে তথ্য

রাজ্য সরকারের প্রকাশ করতে চলা নথিগুলিতে নেতাজিকে নিয়ে নানা বিতর্ক সম্পর্কে অনেক তথ্য প্রকাশ করা হতে পারে।

কেন ফাইল প্রকাশ?

কেন ফাইল প্রকাশ?

নেতাজির সেন্টিমেন্টকে আঁকড়ে ধরে বিধানসভা ভোটে খানিক এগিয়ে থাকার লড়াই শুরু করে দিয়েছে সব দলই। কেন্দ্রের বিজেপি সরকারকে টেক্কা দিতে ও রাজ্যবাসীর মনজয় করতে তৃণমূল সরকার এমন পদক্ষেপ নিলেও আশ্চর্য হবেন না বলে জানিয়েছেন অনূজবাবু। তবে এই পদক্ষেপ সে অত্যন্ত ইতিবাচক, সেকথাও জানাতে ভোলেননি তিনি।

English summary
Netaji Bose: What to expect from the declassified files of West Bengal?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X