For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের প্রীতি জিনটার, বিস্মিত অভিযুক্ত

Google Oneindia Bengali News

নেস ওয়াদিয়ার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের প্রীতি জিনটার, বিস্মিত অভিযুক্ত
মুম্বই, ১৪ জুন : প্রাক্তন প্রেমিক ও শিল্পপতি নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী প্রীতি জিনটা। সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাতে মুম্বইয়ে ঘটনাটি ঘটে। শুক্রবারই তিনি অভিযোগ দায়ের করেন। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারায় নেস ওয়াডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

যদিও এই মামলায় নাকি বেচায় চমকেছেন খোদ অভিযুক্ত নেস ওয়াদিয়া। তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগে আমি বিস্মিত। যে অভিযোগ আমার বিরুদ্ধে তোলা হচ্ছে, তা সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও কোনও গ্রেফতার করা হয়নি। উল্লেখ্য আইপিএল-এ কিংস ইলেভেন পাঞ্জাবের যৌথ মালিক নেস ও প্রীতি।

প্রীতি জিনটার অভিযোগ, ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভিতর নেস তাঁকে হেনস্থা করে। মেরিন ড্রাইভ থানার পুলিশকে অন্তত এমনটাই জানিয়েছেন প্রীতি। ৩০ মে কিংস ইলেভেন পাঞ্জাব এবং চেন্নাই সুপার কিংসের খেলা ছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই সময় গাড়ওয়াড়ে প্যাভিলিয়নে নেস এসে তার হাত চেপে ধরে অশালীন ভাষার প্রয়োগ করতে থাকেন। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন প্রীতি। তারই ভিত্তিতে নেস ওয়াদিয়ার বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা ছাড়াও ৩৫৪ ধারা (হেনস্থা বা অপরাধমূলক অভিপ্রায় নিয়ে মহিলার উপর বল প্রয়োগ ও তাঁর সম্মানহানি), ৫০৪ ধারা (শান্তিভঙ্গ করতে ইচ্ছাকৃত অপমান), ৫০৬ ধারা (অপরাধমূলক ভীতি প্রদর্শনের জন্য শাস্তি) এবং ৫০৯ ধারায় (শব্দ, অঙ্গভঙ্গি ও কার্যকলাপের দ্বারা মহিলার সম্মানহানির চেষ্টা) অভিযোগ আনা হয়েছে।

২০০৫ সাল থেকে প্রীতির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে নেসের। ২০০৯ সালে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

English summary
Ness Wadia shocked as Preity Zinta files molestation case against him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X