For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে সরকার চালানোর সাফল্যেই পাঞ্জাবে আপের জয়, বললেন শরদ পাওয়ার

দিল্লিতে সরকার চালানোর সাফল্যেই পাঞ্জাবে আপের জয়, বললেন শরদ পাওয়ার

Google Oneindia Bengali News

পাঞ্জাবে অপ্রত্যাশিত জয় পেয়েছে আম আদমি পার্টি। গতকাল থেকে রাজনৈতিক মহলে আপের এই জয় নিয়ে শোরগোল পড়ে িগয়েছে। এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার দাবি করেছেন দিল্লিতে সাফল্যের সঙ্গে সরকার চালানোর কারণেই আমআদমি পার্টি পাঞ্জাবে জয় পয়েছে। গতকাল থেকেই জল্পনা শুরু হয়েছিল। দিল্লির ফরমুলাতেই পাঞ্জাব জয় করেছে আম আদমি পার্টি।

দিল্লির সাফল্যেই পাঞ্জাবে জয়

দিল্লির সাফল্যেই পাঞ্জাবে জয়

পাঞ্জাবে বিপুল ভোটে জয়ী হয়েছে আম আদমি পার্টি। ৭০ বছর পর পাঞ্জাবে পরিবর্তনের হাওয়া বইতে বাধ্য করেছে আম আদমি পার্টি। এদিকে এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।চার রাজ্যে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। কিন্তু পাঞ্জাবে দাঁত ফোটাতে পারেনি তারা। এদিকে পাঁচ রাজ্যেই ধরাশায়ী কংগ্রেস। পাঞ্জাবে দীর্ঘ ৫ বছরে কংগ্রেসের শাসন ফিরিয়ে দিয়েছেন জনতা। শিরোমণি অকালিদলও তেমন কিছু করতে পারেনি। দিল্লির ফরমূলাতেই পাঞ্জাব জয় করেছে আম আদমি পার্টি এমনই জল্পনা শুরু হয়েছে।

কী বললেন শরদ পাওয়ার

কী বললেন শরদ পাওয়ার

পাঞ্জাবে এই পরিবর্তনের হাওয়া নিয়ে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার বলেছেন দিল্লিতে সাফল্যের সঙ্গে সরকার চালানোর দক্ষতাই পাঞ্জাবে আম আদমি পার্টিকে জয়ের মুখ দেখিয়েছে। অপ্রত্যাশিত ভাবে পাঞ্জাবে আপের এই সাফল্যের নেপথ্যে রয়েছে দিল্লিতে সুশাসন। শরদ পাওয়ারের দাবি রাজধানীকে দাপটের সঙ্গে শাসন চালিয়ে যাচ্ছে আম আদমি পার্টি। বিজেপি তাতে দাঁত ফোটাতে পারেনি। আম আদমির সমস্যা নিয়ে কাজ করে দিল্লির মানুষের মন জয় করেছে আম আদমি পার্টি। সেই ফরমূলাতেই পাঞ্জাব জয় আপের। জনতার মূল সমস্যা সামাধানের কথা বলেছিল আপ। তাতেই অর্ধেক জয় এসে গিয়েছে।

বিরোধী ঐক্যের সুর

বিরোধী ঐক্যের সুর

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির ধারাবাহিক জয়ে ছন্দোপতন ঘটিয়েছে পাঞ্জাব। শরদ পাওয়ার দাবি করেছেন পাঞ্জাবে আপের এই স্পষ্ট করে দিয়েছে এখনও মানুষ বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। ২০২৪-র আগে আবারও বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছে পাঞ্জাবে আম আজমি পার্টির এই জয়। প্রসঙ্গত উল্লেখ্য কংগ্রেসের সঙ্গে শরচ পাওয়ারের দূরত্ব তৈরি হয়েছিল। সোনিয়া গান্ধীর সঙ্গে মত পার্থক্য তৈরি হয়েছিল। তবু জাতীয় ক্ষেত্রে শরদ পাওয়ারের সঙ্গে আলোচনায় বসেছিলেন সোনিয়া গান্ধী।

পাঞ্জাব নজির গড়ল

পাঞ্জাব নজির গড়ল

বিজেপির জয়ধ্বজা থমকে গিয়েছে পাঞ্জাবে। প্রথম থেকেই অবশ্য পাঞ্জাবে ব্যাকফুটে ছিল বিজেপি। কংগ্রেস দ্বন্দ্বে জর্জরিত ছিল। সিধুর উপর আস্থা রাখা েয একেবারেই ভুল হয়েছিল রাহুল -প্রিয়াঙ্কাদের সেকথা প্রমাণ হয়ে গিয়েছে। অন্যদিকে অমরিন্দরও হাত ছেড়েছে। কাজেই কংগ্রেসের এখন ভাঁড়ে মা ভবানী দশা পাঞ্জাবে। অন্যদিকে শিরোমণি অকালিদলও কিছু করতে পারেনি এখানে। ভোট ব্যাঙ্ক একেবারে খালি বললেই চলে।

English summary
Sharad Pawer reaction on AAP win Punjab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X