৩ রাজ্যে ভোট! পেট্রোল-ডিজেলে বড় ছাড়ের সিদ্ধান্ত মোদী সরকারের
তিন রাজ্যে ভোটের আগে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্র। এদিন অরুণ জেটলি জানান, কেন্দ্রের তরফে পেট্রোল ও ডিজেলের লিটার পিছু ২.৫০ টাকা করে ছাড় দেওয়া হবে। নির্দেশিকা জারির সঙ্গে সঙ্গে এই ছাড় কার্যকর করা হবে। রাজ্যগুলিকে ভ্যাটে ছাড় দেওয়ার জন্য কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অরুণ জেটলি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, লিটার পিছু আড়াই টাকা ছাড়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি লিটার পিছু একটাকা করে ছাড় দেবে। অন্য দিকে কেন্দ্রের তরফে অন্তঃশুক্লে ছাড় দেওয়া হবে ১.৫০ টাকা করে। এই ছাড় দেওয়া কোষাগারে সাড়ে দশ হাজার কোটি টাকার বোঝা চাপবে বলেও জানানো হয়েছে।
কেন্দ্রের সিদ্ধান্তের পরে রাজ্যগুলিকেও পেট্রোল ও ডিজেলের লিটার পিছু আড়াই টাকা করে ছাড় দেওয়ার আবেদন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন রাজ্যগুলি পেট্রোল ও ডিজেলের ওপর ২৯ শতাংশ ভ্যাট আদায় করে থাকে।
শুরুটা করেছিলেন বিজেপি শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। পেট্রোল ও ডিজেলের ওপর ভ্যাট ৪ শতাংশ করে কমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু পেট্রোল ও ডিজেলে লিটার পিছু ২ টাকা করে কমানোর সিদ্ধান্তের কথা জানান। সেই পথে হেঁটে পেট্রোল ও ডিজেলে এক টাকা করে ছাড়ের কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই সময় থেকে প্রশ্ন উঠছিল কেন্দ্র কবে মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেবে। অবশেষে বৃহস্পতিবার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
দেশে এই মুহূর্তে মুম্বইয়ে পেট্রোলের ওপর ভ্যাট সর্বাধিক। ৩৯.১২ শতাংশ।