For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নমস্তে ট্রাম্প: ইতিহাসের পুনরাবৃত্তি! আমেরিকাকে ভারতের বন্ধু বললেন ট্রাম্প

নমস্তে ট্রাম্প: ইতিহাসের পুনরাবৃত্তি! আমেরিকাকে ভারতের বন্ধু বললেন ট্রাম্প

  • |
Google Oneindia Bengali News

আমেরিকা ভারতে ভালবাসে। পাশাপাশি আমেরিকা ভারতকে সম্মান করে। আমেরিকা সবসময় ভারতীয় জনগণের বিশ্বাসযোগ্য এবং অনুগত বন্ধু। বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে বিপুল সংখ্যক মানুষের সামনে এমনটাই বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্টেডিয়ামে উপস্থিত মানুষজনও আমেরিকার প্রেসিডেন্টের এই মন্তব্যে বেজায় খুশি।

নমস্তে বলে ভাষণ শুরু

নমস্তে বলে ভাষণ শুরু

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেওয়ার পরেই ভাষণ দিতে শুরু করেন ট্রাম্প। শুরুতই তিনি সমবেত জনগণের উদ্দেশে বলেন, নমস্তে।

 ইতিহাসের পুনরাবৃত্তি

ইতিহাসের পুনরাবৃত্তি

এদিন মোদী বলেন ইতিহাসের পুনরাবৃত্তি হল। পাঁচ মাস আগে, সেপ্টেম্বরে হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানের কথা তুলে ধরেন। তিনি বলেন ওই অনুষ্ঠান দিয়ে তিনি আমেরিকা সফর শুরু করেছিলেন। আর এদিন আমেরিকার প্রেসিডেন্ট ভারত সফর শুরু করলেন নমস্তে ট্রাম্প দিয়ে।

 মোতেরা স্টেডিয়ামে ১ লক্ষ মানুষের জমায়েত

মোতেরা স্টেডিয়ামে ১ লক্ষ মানুষের জমায়েত

এদিন নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে মোতের স্টেডিয়াম প্রায় একলক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন।

সপরিবারে গান্ধী আশ্রমে ট্রাম্প

সপরিবারে গান্ধী আশ্রমে ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে দিন ভারতে এসেছেন মেয়ে ইভাঙ্কা এবং জামাই জারেড কুশনার। মোতেরা স্টেডিয়ামে ঢোকার আগে তাঁরা সবরমতী আশ্রমেও যান। চড়কা পরখ করে দেখেন।

নমস্তে ট্রাম্প: ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানে জঙ্গি কার্যকলাপ নিয়ে সরব মার্কিন প্রেসিডেন্টনমস্তে ট্রাম্প: ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানে জঙ্গি কার্যকলাপ নিয়ে সরব মার্কিন প্রেসিডেন্ট

English summary
Namaste Trump: America loves India, America respects India, says Trump at Motera Stadium. He began his address by greetings the crowd with Namaste.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X