For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নমস্তে ট্রাম্প: ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানে জঙ্গি কার্যকলাপ নিয়ে সরব মার্কিন প্রেসিডেন্ট

নমস্তে ট্রাম্প: ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানে জঙ্গি কার্যকলাপ নিয়ে সরব মার্কিন প্রেসিডেন্ট

Google Oneindia Bengali News

ভারতের মাটিতে দাঁড়িয়েই পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন সব দেশেরই নিজের সীমান্ত সুরক্ষিত করার অধিকার আছে। এই মন্তব্যে পরোক্ষে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন, ভারত সীমান্ত সুরক্ষিত করতে যে সিদ্ধান্ত নিয়েছে সেগুলি সঠিক। অন্যদিকে পাকিস্তানের মাটি ব্যবহার করে জঙ্গিরা যে সীমান্ত সন্ত্রাস চালাচ্ছেন সেকথাও বলেছেন তিনি।

সন্ত্রাস দমনে একযোগে কাজ

সন্ত্রাস দমনে একযোগে কাজ

মোতেরার মঞ্চ থেকে সন্ত্রাস দমন নিয়ে দুই দেশের একযোগে কাজ করার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন পাকিস্তানের মাটি ব্যবহার করে জঙ্গি কার্যকলাপ চলছে। তবে পাকিস্তানে সন্ত্রাস দমনে আমেরিকা সবরকম সাহায্য করবে বলেও জানিয়েছেন তিনি। এবং সেই সন্ত্রাস দমনের কাজ সঠিক পথেই এগোচ্ছে এমনই দািব করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত উল্লেখ্য এই সন্ত্রাসে মদতের কারণেই পাকিস্তানকে ধুসর তালিকায় রেখেছে ফিনান্সিয়াল টাস্ক ফোর্স।

পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক

পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক

ভারত পাকিস্তানের মধ্য মধ্যস্থতার প্রস্তাব একাধিকবার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তান তাতে সম্মত হলেও ভারত প্রতিবারই ফিরিয়ে দিয়েছে সেই প্রস্তাব। মোতেরার মঞ্চে দাঁড়িয়ে আমেরিকার সঙ্গে পাকিস্তানের সুসম্পর্কের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তানের সীমান্তে বিভিন্ন জঙ্গি সংগঠন যে কাজকর্ম করছে তা দমনে আমেরিকা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বসে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য আমেরিকা সফরে গিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান স্বীকার করে নিয়েছিলেন, পাকিস্তানের মাটিতে ৪০টিও বেশি জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছেন। আমেরিকাতে তুষ্ট করতে সবরকম চেষ্টা চালিয়েছেন ইমরান। এমনকী লস্কর প্রধান হাফিজ সইদকেও গ্রেফতার করেছে।

আইএসআইএস দমনে সফল আমেরিকা

আইএসআইএস দমনে সফল আমেরিকা

আইএসআইএস জঙ্গি সংগঠন ১০০ শতাংশ নির্মূল করতে আমেরিকা সক্ষম হয়েছে বলে ভারতের মাটিতে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।একই সঙ্গে আইএসআইএস প্রধান আল বাগদাদির নিকেষের কথাও বলেছেন তিনি। কয়েকদিন আগেই আফগানিস্তানে তালিবানদের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি করেছে আমেরিকা। ইসলামিক দেশগুলিকে জঙ্গি মুক্ত করতে এটাও একটা পদ পদক্ষেপ বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।


ইসলামিক সন্ত্রাস প্রসঙ্গে বাগদাদীকে 'রাক্ষস' তকমা ! মোদীকে পাশে নিয়ে পাকিস্তানকে বড় তোপ ট্রাম্পের

English summary
Namaste Trump: Pasistan have to deal with terrorism,says Trump
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X