For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কারাত-রাজনাথ ছবি কারচুপি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েনের বিরুদ্ধে মামলা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৫ এপ্রিল : প্রকাশ কারাতকে রাজনাথ সিংহের লাড্ডু খাওয়ানোর ছবি কারচুপি কাণ্ডে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ওব্রায়েনের বিরুদ্ধে মামলা দায়ের হল দিল্লি ও কলকাতায়।

বিজেপির তরফে মমতা বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েন ছাড়াও সুব্রত বক্সির নামে থানায় মামলা রুজু করা গয়েছে। দাবি জানানো হয়েছে, এই তিনজনই এই ছবির কারচুপির জন্য দায়ী আর তাই অবিলম্বে তাঁদের গ্রেফতার করা হোক।[রাজনাথ-কারাতের 'ভুয়ো' ছবি দেখিয়ে আক্রমণ করতে গিয়ে বিপাকে তৃণমূল!]

কারাত-রাজনাথ ছবি কারচুপি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েনের বিরুদ্ধে মামলা

রাজ্য বিজেপির মুখপাত্র জয়প্রকাশ মজুমদার এবং দলের অন্যান্য নেতারা কলকাতা পুলিশের যৌথ কমিশনার দেবাশিস বরালের সঙ্গে দেখা করে অভিযোগ জানান।

এর পাশাপাশি দিল্লিতে মন্দির মার্গ থানায় প্রকাশ কারাত ডেরেক ওব্রায়েনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রকাশ কারাতের কথায়, "সাংবাদিক সম্মেলনে ভুয়ো ছবি দেখিয়েছেন ডেরেক। তৃণমূলের ওয়েবসাইটে এই ছবিটি লাগানো হয়েছিল। সংবাদচ্যানেলগুলিতে তা দেখানো হয়েছে। তাই এটি রাজনৈতিক অবমাননার ঘটনা। আর তাতে আমার দল আমাকে মিথ্যার সাহায্য নিয়ে জড়ানো হয়েছে। তাই পদক্ষেপ নেওয়া বাঞ্ছনীয়।"

কারাত-রাজনাথ ছবি কারচুপি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েনের বিরুদ্ধে মামলা

উল্লেখ্য, সাংবাদিক সম্মেলন করে ২ টি ভিডিও ও ৬টি ছবি প্রকাশ করেন তৃণমূল নেতা ডেরেক ওব্রায়েন। যার উদ্দেশ্য ছিল মিডিয়ার সামনে বিজেপি-সিপিএম-এর গোপন আঁতাত সামনে নিয়ে আসা। এর মধ্যে একটি ছবিতে দেখা যায় রাজনাথ সিংয়ের হাত থেকে লাড্ডু খাচ্ছেন প্রকাশ কারাত।

এই ছবিটিকে নিজের 'ফেভারিট' বলেও সাংবাদিক বৈঠকে দাবি করেন ডেরেক। পরে অবশ্য জানা যায় ওই ছবিতে কারচুপি করা হয়েছে। ছবিটি ২০১৩ সালের। নরেন্দ্র মোদীর জায়গায় প্রকাশ কারাতের মুখ বসানো হয়েছে। আর তা ঘিরেই বিতর্ক।

কারাত-রাজনাথ ছবি কারচুপি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েনের বিরুদ্ধে মামলা

যদিও এই কথাটি স্বীকার করে নেয় তৃণমূলও। টুইট করে দলের তরফে জানানো হয় "২টি ভিডিও এবং ৬টি ছবি আজ আমাদের সাংবাদিক বৈঠকে দেখানো হয়। যে মুহূর্তে আমদের রিসার্চ টিম জানতে পারে একটি ছবি ফটোশপড ছিল, তৎক্ষণাৎ সেটি সরিয়ে দেওয়া হয়।"

তবে শুধু তাতে মন ভিজছে না বিরোধীদের। সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানান, তিনি বিষয়টি সংসদে উত্থাপন করবেন। এই বিষয়ে ইতিমধ্যেই দলের তরফে মামলা দায়ের করা হয়েছে।

English summary
Morphed Picture Row: Cases Against Mamata Banerjee, Derek O'Brien
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X