For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Weather Update: অসম, মেঘালয়ে ভারী বর্ষণের সতর্কতা, দেশের বাকি অংশে কেমন পরিস্থিতি

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর-পূর্ব ভারতে জোর বর্ষার ঘনঘাটা। নর্থান লিমিট অফ মৌসুমি বায়ু বা এনএলএম-এর প্রবাহ এখন অব্যাহত।

Google Oneindia Bengali News

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর-পূর্ব ভারতে জোর বর্ষার ঘনঘাটা। নর্থান লিমিট অফ মৌসুমি বায়ু বা এনএলএম-এর প্রবাহ এখন অব্যাহত। এর প্রভাবে প্রভাবিত হচ্ছে থানে, মুম্বই, আহমেদনগর, বুলধানা, গোণ্ডিয়া, তিতলাগর, কটক, মেদিনীপুর, গোয়ালপাড়া ও বাগডোগরার আবহাওয়া। তবে এই এনএলএম আরও শক্তি ধরবে যখন বর্তমানে প্রবাহিত মৌসুমী বায়ু যত তার শক্তি খোয়াবে তখন।

কী বলছে ওয়েদার আপডেট, কোন কোন রাজ্যে ভারী বর্ষণের পূর্বাভাস

মৌসম ভবন থেকে বুধবার যে পূর্বাভাস দেওয়া হয় তাতে বারবার এনএলএম-এর প্রবাহ অব্যাহত থাকার কথা বলা হয়েছে। এনএলএম যে সক্রিয়ভাবে থানে, মুম্বই, আহমেদনগর, বুলধানা, অমরাবতী, গোণ্ডিয়া, তিতলাগর, কটক, মেদিনীপুর, গোয়ালপাড়া ও বাগডোগরা উপরে বিরাজ করবে পূর্বাভাসে সে কথাও উল্লেখ করা হয়েছে।

কী বলছে ওয়েদার আপডেট, কোন কোন রাজ্যে ভারী বর্ষণের পূর্বাভাস

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী এবার বর্ষাকাল অতি বর্ষণ হওয়ার কথা। বিশেষ করে অসম ও মেঘালয়ে জোর বর্ষার পূর্বাভাস দেওয়া হয়েছে মৌসম ভবনে ওয়েদার রিপোর্টে। কেরল, কর্ণাটকে বিভিন্ন স্থানেও বিক্ষিপ্তভাবে অতি বর্ষণের সতর্কতা রয়েছে।

এছাড়াও অতি বর্ষণের সতর্কতা জারি হয়েছে পশ্চিমবঙ্গের তরাই অঞ্চল থেকে শুরু করে সিকিম, দক্ষিণ কর্ণাটকে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরম, ত্রিপুরা ও তামিলনাড়ুতেও ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কী বলছে ওয়েদার আপডেট, কোন কোন রাজ্যে ভারী বর্ষণের পূর্বাভাস

জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, পূর্ব উত্তর প্রদেশ ও বিহারে ঝোড়া হাওয়ার সঙ্গে বজ্র-বিদ্য়ু-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। কর্ণাটক,গুজরাট, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও আন্দামান উপকূলে সমুদ্র উত্তাল থাকবে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বর্ষা কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উত্তর-পূর্ব ভারত এবং উত্তর মহারাষ্ট্রে ঢুকে পড়েছে।

English summary
Assam and Meghalaya are on heavy rain allert by the the report of Mousam Bhavan. In Monsoon prediction report these two state are specially allerted. Even Sub-Himalayan areas in West Bengal likly to have heavy rain.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X