For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার আগে মধ্যবিত্তের জন্য সুখবর! আবাসনের জিএসটি এক লাফে কমে অর্ধেক

মধ্যবিত্তের জন্য খুশির খবর দিল কেন্দ্রের এনডিএ সরকার। লোকসভা ভোটের আগে সুখবর দিয়ে আবাসনে জিএসটিতে বিশাল কাঁটছাঁট করল মোদী সরকার।

Google Oneindia Bengali News

মধ্যবিত্তের জন্য খুশির খবর দিল কেন্দ্রের এনডিএ সরকার। লোকসভা ভোটের আগে সুখবর দিয়ে আবাসনে জিএসটিতে বিশাল কাঁটছাঁট করল মোদী সরকার। রবিবার অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেন জিএসটিতে বিপুল ছাড়ের বিষয়টি। এদিন জিএসটি কাউন্সিলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক ধাক্কায় ৭ শতাংশ কমে যায় জিএসটি।

লোকসভার আগে মধ্যবিত্তের জন্য সুখবর! আবাসনের জিএসটি এক ধাক্কায় কমে অর্ধেক

বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্মীয়মান ফ্ল্যাটের ক্ষেত্রে ১২ শতাংশ নয়, পাঁচ শতাংশ হারে দিতে হবে জিএসটি। তবে এই ছাড় শুধুমাত্র মিলবে মধ্যবিত্তদের জন্য। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, আমরা দুভাবে মধ্যবিত্তের আবাসন চিহ্নিত করেছি। ৬৪৫.৮৩ বর্গফুট ও তার কম মাপের ফ্ল্যাটে এই পরিমাণ জিএসটি কার্যকর হবে। অথবা ফ্ল্যাটের দাম ৪৫ লক্ষ টাকা বা তার কম হতে হবে।

একইসঙ্গে মধ্যবিত্তদের জন্য আবাসনের করও কমিয়ে আনা হচ্ছে। কেন্দ্রের কর ৮ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। বিলাসবহুল আবাসনের ক্ষেত্রে তা কমিয়ে ১২ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে।

English summary
Modi government takes decision to reduce GST for real estate. Finance Minister announces after GST council meeting at New Delhi on Sunday,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X