For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নজরে উত্তর প্রদেশ ভোট, অমেঠির রাইফেল কারখানাকে বড় বরাত মোদী সরকারের

নজরে উত্তর প্রদেশ ভোট, অমেঠির রাইফেল কারখানাকে বড় বরাত মোদী সরকারের

Google Oneindia Bengali News

ভোটে রাজনীতি তুঙ্গে উত্তর প্রদেশে। যোগীর ক্ষমতা ধরে রাখতে একের পর এক চমক দিয়ে চলেছেন মোদী সরকার। এবার বিজেপির টার্গেট কংগ্রেসের আঁতুরঘর অমেঠি। সেখানে রাইফেল কারখানাকে বড় বরাত দিতে চলেছে মোদী সরকার। জানা গিয়েছে ৫ লক্ষেরও বেশি একে-২০৩ রাইফেল তৈরির বরাত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকারকে। উত্তর প্রদেশের অমেঠিতে রয়েছে এই রাইফেল কারখানা। প্রসঙ্গত উল্লেখ্য উত্তর প্রদেশে বিজেপি গেরুয়া ঝড় চালালেও অমেঠিতে কিন্তু জিততে পারেনি বিজেপি।

অমেঠির রাইফেল কারখানাকে বড় বরাত মোদী সরকারের

সামনেই উত্তর প্রদেশের বিধানসভা ভোট। হাতে মাত্র কয়েক মাস সময়। যোগীর শাসন ধরে রাখতে ভীষণ ভাবে তৎপর হয়ে উঠেছে যোগী সরকার। গত কয়েক মাস ধরে উত্তর প্রদেশে একের পর এক প্রকল্পের উদ্বোধন এবং সূচনা করে চলেছে মোদী সরকার। দীপাবলির আগেই কুশিনগরে আন্তর্জাতির বিমানবন্দরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৌদ্ধ ধর্মাবলম্বিদের জন্য এই আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তারপরেই উত্তর প্রদেশে এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন। সেই এক্সপ্রেসওয়েতে যুদ্ধ বিমান অবতরণ করে চমক দেন মোদী। বিশেষ প্রযুক্তিতে এই তৈরি করা হয়েছে যে এই রাস্তায় প্রয়োজনে যুদ্ধ বিমানও অবতরণ করতে পারে। এমনই মজবুত ভাবে তৈরি করা হয়েছে।এই সড়ক তৈরি হওয়ার ফলে দিল্লির সঙ্গে উত্তর প্রদেশ এবং বিহারের দূরত্ব অনেকটাই কমে গিয়েছে। তারপরে আবার অমেঠির দিকে বিশেষ নজর দিয়েছে মোদী সরকার। অমেঠিকে দেশের সবচেয়ে বড় রাইফেল তৈরির হাব তৈরি করতে চাইছে মোদী সরকার এমনই দাবি করা হয়েছে বিজেপি পত্র থেকে। ভোটের আগে অমেঠি রাইফেল কারখানার জন্য এই বিপুল পরিমান রাইফেল তৈরির বরাতে সেই পরিকল্পনাই লুকিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত উল্লেখ্য অমেঠি বরাবরই কংগ্রেসের কেন্দ্র থেকেছে। উত্তর প্রদেশে যদিও কংগ্রেসের অবস্থা খুব একটা ভাল নেই। কোনও রাজনৈতিক দলই কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চাইছে না। কাজেই এই সুযোগটা বিজেপি নিতে চাইছে। যদিও এবিপি সি ভোটারের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিজেপি এবারও ক্ষমতায় থাকবে উত্তর প্রদেশে। তবে আসন সংখ্যা আগের থেকে কমবে। তার আগে থেকেই সমাজবাদী পার্টির পক্ষ থেকেও বিজেপিকে কড়া টক্কর দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিকে আবার শোনা যাচ্ছে কংগ্রেেসর সঙ্গে হাত না মিলিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন অখিলেশ যাদব। উত্তর প্রদেশেও পা রাখতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

English summary
Rifel Making in Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X