For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানেকা থেকে প্রভু, মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায় ব্রাত্য রইলেন এই নেতারা

কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথগ্রহণ হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী সহ মোট ৫৮ জন এবার কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথগ্রহণ হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী সহ মোট ৫৮ জন এবার কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তাঁর মধ্যে পূর্ণ মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা রয়েছেন। তবে আগের বারের মন্ত্রিসভা থেকে অনেকে রয়েছেন যাঁরা এবারে বাদ পড়েছেন। সবমিলিয়ে সংখ্যাটা ২০ জন। এঁদের মধ্যে অনেক হেভিওয়েটরাও রয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক, কারা কারা বাদ পড়লেন।

স্বেচ্ছায় বাদ যাঁরা

স্বেচ্ছায় বাদ যাঁরা

সুষমা স্বরাজ, উমা ভারতীরা নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন। অরুণ জেটলি রাজ্যসভা থেকে দাঁড়িয়ে অর্থমন্ত্রী হয়েছিলেন। এবার তিনিও কেন্দ্রে মন্ত্রক নেবেন না বলে জানিয়ে দিয়েছেন।

হেভিওয়েটরা বাদ

হেভিওয়েটরা বাদ

সুরেশ প্রভু আগের সরকারে রেলমন্ত্রকের দায়িত্ব সামলেছেন। তিনি এবার বাদ পড়েছেন। এছাড়া মানেকা গান্ধী, জেপি নাড্ডা, মহেশ শর্মা, বিজয় গোয়েল, জয়ন্ত সিনহা, অনন্তকুমার হেগড়ের মতো হেভিওয়েটরা মোদীর মন্ত্রিসভায় জায়গা পাননি।

বাদ আরও অনেকে

বাদ আরও অনেকে

এর পাশাপাশি যারা জায়গা পাননি কেন্দ্রীয় মন্ত্রিসভায়, তাঁরা হলেন - অশোক গজপতি রাজু, অনন্ত গীতে, চৌধুরী বীরেন্দ্র সিং, রাধা মোহন সিং, রাজ্যবর্ধন সিং রাঠৌর, আলফোন্স কান্ননথানম, এসএস আহলুওয়ালিয়া, রাম কৃপাল যাদব, হংসরাজ গঙ্গারাম আহির, অনুপ্রিয়া প্যাটেল।

English summary
Ministers who didn't got entry in PM Modi's cabinet for the second time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X