For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

PM-এর পরিবহনেও ব্যবহার হয় এমআই-১৭, এটি ভেঙে পড়ায় হতবাক প্রযুক্তিবিদরা

PM-এর পরিবহনেও ব্যবহার হয় এমআই-১৭, এটি ভেঙে পড়ায় হতবাক প্রযুক্তিবিদরা

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের অন্যতম আধুনিক সেনা হেলিকপ্টার ভেঙে পড়ায় হতবাক প্রযুক্তিবিদরা! সম্প্রতি বিরাট দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় সেনার চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়েছে বিপিন রাওয়াত সহ ১৩ জন সেনা আধিকারিককে বহনকারী এমআই-১৭ হেলিকপ্টার। ইতিমধ্যেই মারা গিয়েছেন ১১ জন সেনা আধিকারিক। সংকটজনক অবস্থায় বিপিন রাওয়াতও। সেনাপ্রধানের এহেন দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কপ্টারটি নিয়ে। তবে জানা গিয়েছে, ভারতীয় সেনা তথা বিশ্বের অন্যতম আধুনিক হেলিকপ্টার এমআই-১৭ভি-৫ হেলিকপ্টারে যাত্রা করছিলেন বিপিন রাওয়াত।

রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রীদের মতো VVIP দের পরিবহনে ব্যবহৃত হয় এই চপার!

রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রীদের মতো VVIP দের পরিবহনে ব্যবহৃত হয় এই চপার!

রাশিয়ার তৈরি এমআই-১৭ভি-৫ হেলিকপ্টারটিতে বিশ্বের অন্যতম আধুনিক সেনা হেলিকপ্টার হিসেবে পরিচিত। শুধু সেনা পরিবহন বললে হয়ত ভুল বলা হবে। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পরিবহনের জন্যও এই হেলিকপ্টার ব্যবহৃত হয়৷ ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে ভারতীয় সেনা এই হেলিকপ্টার রাশিয়ার কাছ থেকে কেনে৷

ভারী জিনিস বহনে সক্ষম এমআই-১৭

ভারী জিনিস বহনে সক্ষম এমআই-১৭

মূলত সেনাবাহিনীর সরঞ্জাম, ভিআইপিদের পরিবহনের জন্যই এই হেলিকপ্টার ব্যবহার করা হয়৷ এর পাশাপাশি এটি কার্গো বহনেও সক্ষম। রাশিয়ার এমআই-১৭ হেলিকপ্টার সিরিজের আধুনিকতম ভার্সন এমআই-১৭ভি-৫৷ এই হেলিকপ্টারগুলিকে যুদ্ধক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এয়ারড্রপ পৌঁছে দিতে। সর্বোচ্চ ১৩ হাজার কেজির বস্তু বহন করতে পারে এটি৷ ৩৬ জন সশস্ত্র সেনা কিংবা ৪৫০০ কেজি যুদ্ধ সরঞ্জাম বহন করতে সক্ষম রাশিয়ার কাজান হেলিকপ্টার নামক সংস্থা নির্মিত কপ্টারটি৷

জখম সেনা উদ্ধারেও ব্যবহৃত হয় এমআই-১৭

জখম সেনা উদ্ধারেও ব্যবহৃত হয় এমআই-১৭

জখম সেনাদের উদ্ধার করতে এবং একইসঙ্গে মাটিতে থাকা লক্ষ্যবস্তুকে উড়িয়ে দিতেও ব্যবহার করা যায়৷ এমনিতে সমস্ত ধরনের জলবায়ুতে এই কপ্টার ব্যবহার করা গেলেও ভারত মূলত পাহাড়ি অঞ্চলে ব্যবহার করা হয় এটিকে৷ মরুভূমির মতো চরমভাবাপন্ন এলাকাতেও ব্যবহার করা যায় এমআই-১৭কে। এর নির্ভুলতা এতটাই যে, চরম প্রতিকূল পরিস্থিতিতেও স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে৷

মিসাইল ছুঁড়ের ধ্বংস করা যায় না এই চপার!

মিসাইল ছুঁড়ের ধ্বংস করা যায় না এই চপার!

অত্যাধুনিক সেল্ফ ডিফেন্স সিস্টেম থাকার দরুণ মিসাইল ছুঁড়েও সহজে ধ্বংস করা যায় না এটিকে৷ সাধারণত একবারে ৫৮০ কিমি পথ পাড়ি দিতে পারলেও অতিরিক্ত ফ্যুয়েল ট্যাঙ্ক লাগালে ১০৬৫ কিমি পথ পাড়ি দিতে পারে এটি৷ এর গতিবেগ গড়ে ২৫০ কিমি প্রতি ঘণ্টা। সর্বোচ্চ ৬০০০ মিটার উচ্চতায় উড়তে পারে এটি৷

তামিলনাড়ুতে ভেঙে পড়েছে এমআই-১৭ কপ্টারই!

তামিলনাড়ুতে ভেঙে পড়েছে এমআই-১৭ কপ্টারই!

এবার এই অত্যাধুনিক কপ্টারই ভেঙে পড়েছে তামিলনাড়ুতে। অন্যান্য সেনা আধিকারিকরা ইতিমধ্যেই মারা গিয়েছেন। জেনারেল বিপিন রাওয়াতকে ভর্তি করা হয়েছে বেস হাসপাতালে। প্রাপ্ত খবর অনুযায়ী, দেহের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে তাঁর। এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি৷

English summary
Technicians shocked when one of the world's most modern military helicopters Mi-17 crashed! Indian Army Chief of Defense Staff Bipin Rawat had faced a major chopper accident. A Mi-17 helicopter carrying 13 army officers, including Bipin Rawat, has crashed in Coonoor, Tamil Nadu.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X