For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে জুকারবার্গ আসছেন ৯ই, বৈঠক হবে প্রধানমন্ত্রীর সঙ্গে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

জুকারবার্গ
নয়াদিল্লি, ৪ অক্টোবর: ৯ অক্টোবর ভারতে আসছেন ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গ। একটি বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

২০০৪ সালে খেলার ছলে ফেসবুক তৈরি করেছিলেন মার্ক জুকারবার্গ। তখন তাঁর বয়স ছিল ২০ বছর! আজকে ফেসবুক কী এবং তার গুরুত্ব কতটা, কাউকে আলাদা করে বুঝিয়ে দেওয়ার দরকার নেই। দৈনন্দিন জীবনে ফেসবুক অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছে। ফেসবুকের সেই জনক এ বার ভারতে আসছেন। ৯-১০ অক্টোবর তিনি নয়াদিল্লিতে থাকবেন।

ভারত এখন বিদেশি শিল্পপতিদের কাছে পছন্দের গন্তব্য। এত বড় বাজারে আধিপত্য জমাতে সবাই মরিয়া। কিছুদিন আগেই এ দেশে ঘুরে গিয়েছেন আমাজনের সিইও জেফ বেজোস, মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্ল এবং ফেসবুকের সিওও শেরিল স্যান্ডবার্গ। এ বার জুকারবার্গের পালা।

মূলত ইন্টারনেট ডট ওআরজি-র একটি বৈঠকে যোগ দিতে আসবেন মার্ক জুকারবার্গ। প্রসঙ্গত, ইন্টারনেট ডট ওআরজি হল ফেসবুক, এরিকসন, মিডিয়া টেক, নোকিয়া, অপেরা, কোয়ালকম এবং স্যামসাঙের মিলিত প্রকল্প। কম পয়সায় স্মার্টফোন তৈরি করে তাতে ইন্টারনেট সংযোগ দিয়ে গরিব মানুষকে টেক-স্যাভি করে তোলা সংশ্লিষ্ট প্রকল্পটির লক্ষ্য। সেক্ষেত্রে ভারতের বিপুল সংখ্যক গরিব মানুষকে 'টার্গেট' করেছেন জুকারবার্গরা। তাতে ব্যবসাও বাড়বে আবার গরিব মানুষের ক্ষমতায়নও হবে।

সংশ্লিষ্ট প্রকল্পে ভারত সরকারের প্রশাসনিক সহায়তা চান জুকারবার্গ। তাই নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ করার বাসনা আছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে আলাদা করে সময়ও বরাদ্দ করেছেন। নরেন্দ্র মোদী নিজে ফেসবুক, টুইটারের স্বচ্ছন্দ। লোকসভা ভোটের আগে এই দুই মাধ্যমকে ব্যবহার করে তিনি ঝড় তুলেছিলেন। তাই মার্ক জুকারবার্গের সঙ্গে মুখোমুখি কথা বলা তাঁর কাছেও আনন্দের ব্যাপার বৈকি!

২০১৩ সালে ভারতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৭.৭৮ কোটি। সেটা চলতি বছরে এখনও পর্যন্ত বেড়ে হয়েছে ১০.৮৯ কোটি। সারা বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর যা সংখ্যা, তার ১০ শতাংই ভারতের। আগামী দু'বছরে এই সংখ্যা ১৫ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

English summary
Mark Zuckerberg will visit India next week, meet Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X