For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রায়পুরে সমাবেশে নাম না করে মোদীকে বিঁধলেন মনমোহন

Google Oneindia Bengali News

রায়পুরে সমাবেশে নাম না করে মোদীকে বিঁধলেন মনমোহন
রায়পুর, ৯ নভেম্বর : নাম না করেই বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে নিয়ে তির্যক মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার রায়পুরে শেষ নির্বাচনী প্রচারের সমাবেশে এসে রমন সিং সরকারের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন এই সময়ে রাজ্যের আইন ও শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। যার ফলে মাওবাদী হানায় কয়েকজন শীর্ষনেতা প্রাণ হারিয়েছেন। দল তাদের ত্যাগ সবসময় মনে রাখবে। তবে এই ঘটনা কংগ্রেসের মনোবলকে ভাঙতে পারবে না বলেও মন্তব্য করেন মনমোহন।

এই মঞ্চে দাঁড়িয়েই মোদীকে কটাক্ষ করার সুযোগও ছাড়েননি মনমোহন। তিনি বলেন, বিরোধী দলের কিছু নেতা অন্য দলের নেতাদের সম্পর্কে অপশব্দের ব্যবহার করছেন। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কটুক্তি করছেন। কংগ্রেস এসব থেকে বিরত থাকবে। একইসঙ্গে তিনি বলেন, দেশের কিছু নেতা নিজের ইচ্ছামতো দেশের ইতিহাস-ভূগোলের পরিবর্তন করতে চাইছেন।উল্লেখ্য, পাটনায় এক জনসভায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে বিশ্বাসঘাতক বলেছিলেন মোদী। আর সর্দার পটেলকে নিয়ে মোদীর মন্তব্য ছিল, সর্দার পটেল প্রথম প্রধানমন্ত্রী হলে দেশের চেহারা অন্যরকম হতো। মোদীকে ঠুকে এই দুই ঘটনারই এদিন মনমোহন জবাব দিলেন তা পরোক্ষ হলেও স্পষ্ট।

ইউপিএ সরকারের সাফল্যের কথা বলতে গিয়ে মনমোহন বলেন, পূর্ববর্তী এনডিএ সরকারের চেয়ে বর্তমান সরকার ভাল কাজ করেছে। নিজের মন্তব্যের সপক্ষে একের পর এক পরিসংখ্যান তুলে ধরেন মনমোহন। একইসঙ্গে ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকার জন্য উন্নয়ন তহবিলের টাকা কেন্দ্র বরাদ্দ করলেও তা কখনও এলাকায় পৌছয়নি বলে অভিযোগ করেন তিনি। ছত্তিশগড়ে বিজেপিকে হারিয়ে কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যের উন্নয়নের জন্য তারা কাজ করবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

English summary
Manmohan Singh takes an indirect but sharp dig at Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X